Sydney Terror Attack: শপিং মলে ছুরি হাতে এলোপাথাড়ি হামলা! মৃত কমপক্ষে ৫

শপিং মলে ছুরি হাতে এলোপাথাড়ি হামলা (Sydney Terror Attack)! মৃত্যু হল কমপক্ষে ৫ জনের। আহত হয়েছেন বহু মানুষ। শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে এই ঘটনা ঘটেছে। ছুরি…

Sydney-Attack

শপিং মলে ছুরি হাতে এলোপাথাড়ি হামলা (Sydney Terror Attack)! মৃত্যু হল কমপক্ষে ৫ জনের। আহত হয়েছেন বহু মানুষ। শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে এই ঘটনা ঘটেছে। ছুরি হাতে দুই আততায়ী হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, দুই আততায়ীর মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আপাতত আরেক আততায়ীর খোঁজে তল্লাশি চলছে।

সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা শপিং মলে গুলির শব্দ শোনা যায়। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে মল খালি করে দেয়। কয়েকশো মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আপাতত ওই শপিং মলে মানুষের প্রবেশ নিষেধ। হামলার ঘটনার তদন্ত চলছে। পুলিশের গুলিতে এক আততায়ী নিহত হয়েছে।

স্থানীয় পুলিশ আধিকারিক অ্যান্টনি কুক বলেন, খুব দ্রুত পুলিশ এলাকায় পৌঁছয়। তবে ঘটনাস্থলের পাশেই এক পুলিশ অফিসার ছিলেন। তিনি আততায়ীকে তাড়া করেন। পালানোর পথ না পেয়ে হামলাকারী সোজা মলের পাঁচতলায় চলে যায়। পুলিশ অফিসারও সেখানে পৌঁছন। তিনি আততায়ীকে ধরতে গেলে সে ছুরি চালানোর চেষ্টা করে। আত্মরক্ষার জন্য ওই পুলিশ অফিসার গুলি চালান। এতেই ওই হামলাকারীর মৃত্যু হয়েছে। আরেকজনের খোঁজ চলছে। 

ঘটনাস্থলের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, শপিং মলে সামনে পুলিশ এবং অ্যাম্বুল্যান্সের ভিড় রয়েছে। পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ছোটাছুটি করছেন। ছাদের ওপরে থাকা পার্কিং লটে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি একটি দোকানে লুকিয়ে ছিলাম। সেই সময় একটি বা দুটি গুলির শব্দ শুনতে পাই। সেই সময় দোকানের এক কর্মী ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। সেই কারণেই প্রাণে বেঁচে গিয়েছি।

আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সম্ভবত কোনও নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করার পরিকল্পনা হামলাকারীর ছিল না। সে যাকেই সামনে পেয়েছে, তার ওপর হামলা চালিয়েছে। ছুরি নিয়ে মলের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেরিয়েছে সে। হামলাকারীর পরণে ছিল হুডি এবং শর্টস। আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী উদ্ভ্রান্তের মতো শপিং মলে ছুটে বেড়াছিল এবং এর মধ্যেই কয়েকজনকে ছুরি দিয়ে কোপায় সে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ। তিনি বলেন, শপিং মলে হামলার ঘটনায় একাধিক হতাহতের খবর পাওয়া গিয়েছে। অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। অস্ট্রেলিয়াবাসী হতাহতদের প্রিয়জনদের জন্য চিন্তিত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আহতদের চিকিৎসার ওপর নজর রাখছে সরকার। এর পাশাপাশি আমাদের সাহসী পুলিশকর্মীদের স্যালুট জানাচ্ছি।