Rajyasabha Vote: ভোট শুরু হতেই সম্মুখ সমরে অখিলেশ-বিজেপি

যে কোনও মুহূর্তে দেশে লোকসভা ভোটের (Loksabha Vote 2024) দিনক্ষণ ঘোষণা হতে পারে। তবে তার আগেই দেশের ১৫টি রাজ্যে রাজ্যসভা নির্বাচনের (Rajyasabha Vote) ভোটগ্রহণ শুরু…

যে কোনও মুহূর্তে দেশে লোকসভা ভোটের (Loksabha Vote 2024) দিনক্ষণ ঘোষণা হতে পারে। তবে তার আগেই দেশের ১৫টি রাজ্যে রাজ্যসভা নির্বাচনের (Rajyasabha Vote) ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে রাজ্যসভার ৫৬টি আসনে নতুন সদস্য পাওয়ার কথা ছিল, যার মধ্যে ৪১টি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাকি ১৫টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে দিনের দিনই ফলাফল ঘোষণা হবে বলে খবর। জানা যাচ্ছে, এদিন বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হবে এবং সন্ধ্যা নাগাদ ফলাফল প্রকাশ করা হবে।গত মাসে নির্বাচন কমিশন যে ৫৬টি আসনে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল, তার মধ্যে প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, নবনিযুক্ত অশোক চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং এল মুরুগান-সহ ৪১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে উত্তরপ্রদেশের ১০টি, কর্ণাটকের ৪টি এবং হিমাচল প্রদেশ ও কর্ণাটকের ১টি আসনে ভোটগ্রহণ চলছে। রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিংয়ের জল্পনার মধ্যেই সমাজবাদী পার্টির (Samajwadi Party) সভাপতি অখিলেশ যাদব তাঁর সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন। তিনি বলেন, “আমরা আশাবাদী যে সমাজবাদী পার্টির তিন প্রার্থীই জিতবেন। যারা অন্যের জন্য ফসল বপন করে বা গর্ত খনন করে তারা নিজেরাই এতে পড়ে। ভোটে জেতার জন্য বিজেপি সবকিছু করতে পারে। যাঁদের কিছু সুবিধা দরকার, তাঁরা বিজেপিতে যাবেন।”