INC: দলত্যাগে জর্জরিত কংগ্রেস, ১৭ অক্টোবর সভাপতি নির্বাচন

একের পর এক নেতাদের ইস্তফার জেরে দলের অবস্থা এখন চরম সংকটে৷ ছন্নছাড়া অবস্থায় থাকা দেশের সবচেয়ে পুরাতন দলের হাল ধরবে কে, কংগ্রেস সভাপতি পদে আগামী…

congress

একের পর এক নেতাদের ইস্তফার জেরে দলের অবস্থা এখন চরম সংকটে৷ ছন্নছাড়া অবস্থায় থাকা দেশের সবচেয়ে পুরাতন দলের হাল ধরবে কে, কংগ্রেস সভাপতি পদে আগামী দিনে কে বসবেন তা ঠিক করতে আগামী ১৭ অক্টোবর সভাপতি নির্বাচনের ঘোষণা করল কংগ্রেস। রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল ঘোষণা ১৯ অক্টোবর৷

গত কয়েক মাস ধরে কংগ্রেসের একগুচ্ছ প্রথম সারীর নেতারা দল ছেড়েছেন৷ অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস হাইকম্যান্ডের বিরুদ্ধে। আবার কেউ প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব নিয়েও৷ সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। সেখানেও রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷ তার পরেই বিরাট ঘোষণা করল কংগ্রেস।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এর আগে দ্রুত সভাপতি নির্বাচনের জন্য সরব হয়েছিল কংগ্রেসের একাংশ৷ এর জন্য জি-২৩ শিবিরের একাধিক জন নেতারা সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন৷ তার পরেও নির্বাচন হয়নি। বরং ওই শিবিরের একাধিক নেতাদের দল ছাড়ার হিড়িক দেখে চিন্তায় পড়েছিল ২৪ নম্বর আকবর রোড৷ বার্তা যায় সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে৷

এবার কী গান্ধী পরিবারের বাইরে কোন ব্যক্তিকে কংগ্রেসের দায়িত্ব দেওয়া হবে শুরুতে অশোক গেহলোটের নাম নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছিল৷ আবার কংগ্রেস শিবিরের একাংশের দাবি, বিকল্প এখনও মিলছে না। তাই রাহুল গান্ধীকে পুনরায় সভাপতি পদে আনা হতে পারে৷ দলের গুটিকয়েক নেতার প্রস্তাব মেনে নেবে গান্ধী পরিবার৷ আবার বিপদ বাড়বে না তো তার জন্য অপেক্ষা ১৯ অক্টোবর৷