ডার্বি কেন্দ্র করে জোর কোন্দল দুই ক্লাবের কর্মকর্তা’দের মধ্যে

আর হাতে গোনা কিছু মুহূর্ত, আর তারপর ডুরান্ড কাপে যুবভারতী’ তে মেগাডার্বি ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল – মোহনবাগান। ম‍্যাচে সেয়ানে সেয়ানে টক্কর তো হবেই…

Kolkata Derby

আর হাতে গোনা কিছু মুহূর্ত, আর তারপর ডুরান্ড কাপে যুবভারতী’ তে মেগাডার্বি ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল – মোহনবাগান। ম‍্যাচে সেয়ানে সেয়ানে টক্কর তো হবেই দুই দলের,সেই কথা বলাই বাহুল‍্য, তার পাশাপাশি ঐতিহ্যের এই লড়াইয়ে কোন দলকে কোন দলকে টেক্কা দেয় সেই দিকে নজর থাকবে সবার।

মাঠে লড়বে ফুটবলার’রা,তা বলে মাঠের বাইরে চিরাচরিত কর্মকর্তা’দের মধ্যে লড়াই টুকু হবেনা ? না সেটা তো হতে পারে না, ডার্বি’র দামামা বাজার মধ্যে লেগে গেলো দুই প্রধানের কর্মকর্তা’দের লড়াই।

ডার্বি শুরু’র আগে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের বক্তব্য অনুযায়ী ডার্ব ম‍্যাচ মানেই মস্তানির ম‍্যাচ।ম‍্যাচের দিনটাই আসল।আগে কি হয়েছে তার কোনও হিসেব থাকেনা।অর্থাৎ গত কয়েকটা ম‍্যাচের ফলাফল নিয়ে বিশেষ চিন্তিত নয় লাল হলুদ ব্রিগেড, সেটা স্পষ্ট তাদের বক্তব্যে।উল্টো দিকে মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত’ও আবার জবাব দিতে ভুল করেননি, লাল হলুদের কর্মকর্তার ‘মস্তানি’ মন্তব্য প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন ” মোহনবাগানের জার্সিটাই আসলে মস্তান। মোহনবাগান ভালো স্কিল এবং ফুটবলের উপর নির্ভর করে,কোনো মস্তানির উপর নয়।”