পাকিস্তানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমী দেশগুলির কাছে আপত্তি জানিয়ে এসেছে ভারত। কিন্ত সেই আপত্তি উড়িয়েই পাকিস্তানকে গুপ্তচর বিমান পাঠাল সুইডেন। যার নাম ‘সাব ২০০০ এরিআই’। বিমানটিতে রয়েছে বিশেষ ‘অ্যাওয়াক্স’ প্রযুক্তি বা ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ (অ্যাওয়াক্স)। সম্প্রতি খুব গোপনে বিমানটি সুইডেন থেকে পাকিস্তানে এসেছে।
সাদ্দাম স্টাইলে হাসিনা উত্খাত, নেপথ্যে ‘আরব্য রজনী’র দারুচিনি দ্বীপ?
এই নিয়ে সুইডেনের দেওয়া নয়টি গুপ্তচর বিমান সংযোজিত হল পাক বিমানবাহিনীর ঝুলিতে। ফলে উদ্বেগের বাড়ছে নয়াদিল্লির। পাকিস্তান ২০০৬ সালে সুইডেনের কাছে ছ’টি ‘সাব ২০০০ এরিআই’ অ্যাওয়াক্স বিমানের বরাত দিয়েছিল। কিন্তু পরে তা কমিয়ে চারটি করে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের হুমকির মুখে পদত্যাগের ঘোষণা করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি!
অত্যাধুনিক এই নজরদারি ব্যবস্থার কাজ হল বায়ুসেনার যুদ্ধবিমানগুলিকে নিখুঁত ভাবে ‘লক্ষ্য’ চিহ্নিত করতে সাহায্য করা। পাশাপাশি, শত্রুপক্ষের বিমানবাহিনীর তৎপরতার উপর নজরদারির কাজও করতে পারে অ্যাওয়াক্স বিমানগুলি। এরফলে, ভারত সীমান্তে পাকিস্তান নজরদারি বাড়াতে পারে আশঙ্কা নয়াদিল্লির।
গাজার স্কুল হাউসিংয়ে হামলা ইজরায়েলের, ঘরছাড়া শতাধিক মানুষ
অতীতে পাকিস্তানকে আমেরিকাসহ পশ্চিমী দেশগুলি অস্ত্র সরবরাহ করা নিয়ে আন্তর্জাতিকস্তরে আওয়াজ তুলেছিল ভারত। কিন্তু সেই আপত্তিতে কার্যত কান দিল না পশ্চিমী দেশগুলি। একদিকে চিনের সঙ্গে পাক যোগ অন্যদিকে পশ্চিমী অস্ত্র সরবরাহ নিঃসন্দেহে উদ্বেগ বাড়াবে নয়াদিল্লির।