খালিস্তানপন্থীদের হুমকি বার্তা (Khalistani Threat) এসেছে ফের। আতঙ্ক ছড়াল। শিখ ধর্মকে ভিত্তি করে গড়ে ওঠা খালিস্তানি জঙ্গি নেতা গুরপকবন্ত সিং পাচ্ছেন লাগাতার ভারতে নাশকতা ঘটানোর হুমকি দিয়ে চলেছে। খালিস্তানপন্থী শিখ গোষ্ঠীর সদস্যরা বারবার প্রবাসী ও ভারতীয় অন্যান্য ধর্মাবলম্বীদের হুমকি দিয়ে চলেছে। এবার তারা আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে লিখল জঙ্গি স্লোগান-খালিস্তান জিন্দাবাদ।
ক্যালিফোর্নিয়ায় স্বামীনারায়ণ মন্দির বাসনা সংস্থার দেয়ালে লেখা খালিস্তানি স্লোগান দেখানো হয়েছে। মন্দিরের দেয়ালে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘৃণামূলক স্লোগান দেখানো হয়েছে। এর জেরে আতঙ্কিত স্থানীয় প্রবাসী ভারতীয়রা।
আমেরিকা ও কানাডায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো তীব্র ভারত বিরোধী খালিস্তানপন্থী জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস নেতা পান্নুনের হুমকি, শিখ ছাড়া অন্যান্য ভারতীয় ধর্মাবলম্বীরা ঘরে ফিরে যাও।
মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও মন্দিরকে বিকৃত করার ঘটনা এই প্রথম নয়। দেশটির পাশাপাশি প্রতিবেশী কানাডাতেও এর আগে এমন ধরনের ঘটনা ঘটেছে কানাডার সারে শহরের একটি মন্দির গভীর রাতে চরমপন্থীরা ভাঙচুর করা হয়। খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যুকে তুলে ধরে মন্দিরের প্রধান দরজায় জনসমাবেশ সম্পর্কিত পোস্টার সাঁটানো হয়।