সংসদভবনে আগুন, ‘শ্যুট অ্যাট সাইট’-এর নির্দেশ’ জারি নেপালে

কাঠমাণ্ডু: নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা ‘জেন জি বিপ্লব’ সোমবার ভয়াবহ মোড় নিল। রাজধানী কাঠমান্ডুর নয়া বনেশ্বর এলাকায় বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনে আগুন ধরিয়ে…

Shoot-at-sight order issued Nepal

কাঠমাণ্ডু: নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা ‘জেন জি বিপ্লব’ সোমবার ভয়াবহ মোড় নিল। রাজধানী কাঠমান্ডুর নয়া বনেশ্বর এলাকায় বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর চলে ভবনের একাধিক অংশে। পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই সরকার জরুরি পদক্ষেপে সেনা মোতায়েন করে এবং জারি করে ‘গুলি করার নির্দেশ’।

জারি কারফিউ

কাঠমান্ডু জেলা প্রশাসনের মুখপাত্র মুক্তিরাম রিজাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘বিক্ষোভ প্রদর্শনকারীরা যখন সংসদ ভবনের দিকে অগ্রসর হতে শুরু করে, তখনই আমরা কারফিউ জারি করি। রাত ১০টা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।’’ পাশাপাশি, পুলিশকে জলকামান, টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং রাবার বুলেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

   

তবুও বিক্ষোভ থামেনি। ব্যারিকেড ভেঙে উত্তাল তরুণরা সংসদ ভবনের ভেতর প্রবেশের চেষ্টা করে। সংঘর্ষে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে অগ্নিশিখা ও ধোঁয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংসদের চত্বরে টিয়ার গ্যাসের ক্যানিস্টার ছুটে যাচ্ছে আকাশে, অন্যদিকে ক্ষুব্ধ তরুণেরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও কাঠের ডাল ছুড়ছে।

এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু Shoot-at-sight order issued Nepal

স্থানীয় সংবাদপত্র কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। চারজন প্রাণ হারিয়েছেন ন্যাশনাল ট্রমা সেন্টারে, দু’জন মারা গিয়েছেন সিভিল হাসপাতালে। আহতের সংখ্যা আশিরও বেশি, যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Advertisements

‘জেন জি বিপ্লব’-এর সূচনা হয়েছিল সরকারের সিদ্ধান্তে হঠাৎ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া নিয়ে। দুর্নীতি ও বৈষম্যে ক্ষুব্ধ তরুণ প্রজন্মের সেই প্রতিবাদ এখন রূপ নিয়েছে রক্তাক্ত গণআন্দোলনে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকে এখন তাকিয়ে সমগ্র দক্ষিণ এশিয়া।

World: Nepal’s ‘Gen Z Revolution’ has turned bloody after protesters set fire to the parliament building in Kathmandu. With at least six dead, the government has issued a ‘shoot-to-kill’ order and a citywide curfew to contain the violence.