Pakistan: জোড়া রাজত্ব! বাবা হবে পাক প্রধানমন্ত্রী, ছেলে মুখ্যমন্ত্রী

পাকিস্তান (Pakistan) সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান খান। অনাস্থা ভোটে পরাজয় ঘোষণা বাকি। এর পরেই নতুন প্রধানমন্ত্রী হবেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ…

পাকিস্তান (Pakistan) সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান খান। অনাস্থা ভোটে পরাজয় ঘোষণা বাকি। এর পরেই নতুন প্রধানমন্ত্রী হবেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ভাই।

অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় নিশ্চিত ধরে নিয়ে সম্ভাব্য নতুন সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ তথা পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ কুর্সিতে বসবেন বলেই পাক সংবাদ মাধ্যমের খবর।

এই পরিস্থিতিতে চমক আসছে পাঞ্জাব থেকেও। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও টালমাটাল চলছে। এই প্রদেশের প্রাদেশিক আইনসভায় পিএমএলএন সংখ্যা গরিষ্ঠ। তাদের তরফে মুখ্য মুখ্যমন্ত্রী হতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন শাহবাজ পুত্র হামজা শাহবাজ। লাহোর হাইকোর্টের রায় তার দিকেই যাবে বলে মনে করা হচ্ছে।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার গত মাসে পদত্যাগ করেন। ফলে তুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য ভোট করতে হবে। হামজা শাহবাজ পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে।