এবার গুজরাটে হানা দিল করোনার নতুন ভেরিয়েন্ট

মুম্বইয়ের পর এবার গুজরাটে হানা দিল করোনার নতুন ভেরিয়েন্ট এক্সই। সরকারি সুত্র মারফত এমনটাই খবর মিলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, ওমিক্রনের একটি…

মুম্বইয়ের পর এবার গুজরাটে হানা দিল করোনার নতুন ভেরিয়েন্ট এক্সই। সরকারি সুত্র মারফত এমনটাই খবর মিলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, ওমিক্রনের একটি সাব-ভেরিয়েন্ট এক্সই-এর একটি কেস, যা এখনও পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক স্ট্রেন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবার সেই ভেরিয়েন্টের খোঁজ মিলল গুজরাটে।

জানা গিয়েছে, গত ১৩ মার্চ এক ব্যক্তির কোভিড পরীক্ষায করা হয় এবং তাঁর রিপোর্ট পজিটিভ হয় এবং এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা গেছে, ওই রোগী করোনাভাইরাসের এক্সই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তবে, নমুনাটি পুনরায় পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে যে এটি এক্সই ভ্যারিয়েন্ট কিনা। নতুন ভেরিয়েন্ট, এক্সই, ওমিক্রোনের দুটি সংস্করণের একটি মিউট্যান্ট হাইব্রিড – BA.1 এবং BA.2। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি ওমিক্রনের বিএ.২ সাব-ভেরিয়েন্টের চেয়ে প্রায় দশ শতাংশ বেশি সংক্রামক বলে মনে হচ্ছে। এতদিন পর্যন্ত ওমিক্রনের বিএ.২ সাব-ভেরিয়েন্টকে কোভিড-১৯-এর সবচেয়ে সংক্রামক স্ট্রেন হিসেবে বিবেচনা করা হত।

বুধবার মুম্বাইয়ের স্বাস্থ্য দফতরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ভারতে এক্সই ভেরিয়েন্টের প্রথম কেসটি শহরে সনাক্ত করা হয়েছে। তবে, কেন্দ্রীয় সরকার এই ফলাফলের সঙ্গে একমত নয়।