Putin: পুতিনের হার্ট অ্যাটাক? বিশ্বে আলোড়ন

মাঝেমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অসুস্থতার খবর সামনে আসে। ক্রেমলিন সেসব খবর গুজব বলেই উড়িয়ে দেয়। এবার সমস্ত জল্পনার মাঝেই পুতিনের হৃদরোগে আক্রান্ত হওয়ার…

মাঝেমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অসুস্থতার খবর সামনে আসে। ক্রেমলিন সেসব খবর গুজব বলেই উড়িয়ে দেয়। এবার সমস্ত জল্পনার মাঝেই পুতিনের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এল। টেলিগ্রাম গ্রুপ জেনারেল SVR এই খবরটি শেয়ার করেছে। জানা যায়, অচৈতন্য অবস্থা নিজের বেডরুমে খাবার টেবিলের কাছে মাটিতে পড়ে থাকতে দেখা যায় ভ্লাদিমির পুতিনকে। চোখ উলটে গিয়েছিল। অনুমান করা হচ্ছে গুরুতর কার্ডিয়াক অ্যারাস্ট হয়েছে পুতিনের।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে গত ২২ অক্টোবর, রবিবার। প্রেসিডেন্টের এই অবস্থা দেখে তড়িঘড়ি তাঁকে তুলে খাটে শোয়ানো হয়। দ্রুত খবর দেওয়া হয় চিকিৎসকদের। ৭১ বছরের পুতিনের জন্য বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। তাঁর বাসভবনেই চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে রুশ টেলিগ্রাম চ্যানেল সূত্রে খবর। আপাতত ICU-তে রাখা হয়েছে।

জেনারেল SVR নামে রুশ ওই টেলিগ্রাম চ্যানেলটি দেশের একটি লেফটেন্যান্ট জেনারেল অপারেট করেন বলে খবর। দাবি করা হয় এই সংস্থাটি অবসরপ্রাপ্ত রুশ গোয়েন্দা কর্মকর্তা এবং ক্রেমলিন কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। এই চ্যানেলে বলা হয়, ‘ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকা রুশ গার্ডরা তাঁর বেডরুম থেকে জিনিসপত্র পড়ার আওয়াজ শুনতে পান। সঙ্গে সঙ্গে দৌড়ে ভিতরে ঢুকে গার্ডরা দেখেন পুতিন অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।

উল্লেখ্য, বরাবরই পুতিনের গতিবিধি গোপনীয়তার চাদরে মোড়া। তিনি পেটের ক্যানসারে আক্রান্ত বলেও একাধিক সময় খবর রটেছিল। যদিও রাশিয়ার সরকারি সূত্রে এমন কোনও খবর নিশ্চিত করা হয়নি কখনই।