Russia: ‘বিশ্বাসঘাতক’ ভাড়াটে সেনাদের ভয়ঙ্কর শাস্তির নির্দেশ দিলেন পুতিন

ধরা পড়ার ঠিক কেমন শাস্তি হবে তা ভাষণে বলেননি (Russia) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মস্কোর দিকে ধেয়ে আসা ভাড়াটে বাহিনীর জন্য ভয়ঙ্কর শাস্তির নির্দেশ…

Vladimir Putin ordered a two-day ceasefire in Ukraine

ধরা পড়ার ঠিক কেমন শাস্তি হবে তা ভাষণে বলেননি (Russia) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মস্কোর দিকে ধেয়ে আসা ভাড়াটে বাহিনীর জন্য ভয়ঙ্কর শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি। এমনই ইঙ্গিত দিচ্ছে রুশ সংবাদমাধ্যমগুলি। বিবিসি ও এএফপির খবর ইউক্রেনের যুদ্ধে নিযুক্ত ভাড়াটে বাহিনী হঠাৎ বিদ্রোহী হয়ে মস্কোর দিকে ধাবমান।

রুশ সংবাদসংস্থা তাস জানাচ্ছে, ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠী মস্কোর দিকে অগ্রসর হচ্ছে। এই দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন গত ২৪ জুন প্রতিরক্ষা মন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছেন।

তাস আরও জানাচ্ছে, বিদ্রোহীদের চরম হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিন। তিনি ভাষণে বলেন, রাশিয়া অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা থেকে নিজেকে রক্ষা করবে। দেশে গৃহযুদ্ধ হতে দেওয়া হবে না।

Advertisements

শনিবার টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন “আমরা আমাদের জনগণ এবং আমাদের রাষ্ট্রত্ব উভয়কেই অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা সহ যে কোনও ধরণের হুমকি থেকে রক্ষা করব। আমরা যেটির মুখোমুখি হয়েছি তা অবিকল বিশ্বাসঘাতকতা বলা যেতে পারে। সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত স্বার্থ দেশ ও এর জনগণের সাথে বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতার দিকে পরিচালিত করেছে।