Bird Flu: সাবধান মাথাচারা দিচ্ছে নতুন সংক্রমন, কোভিডের থেকেও ১০০ গুণ ভয়ঙ্কর

সম্প্রতিই এক গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য । সেই তথ্যে গবেষকরা বার্ড ফ্লু (Bird Flu)-র এইচ৫এন১ স্ট্রেইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গবেষকদের মতে এই স্ট্রেইন…

bird flu

সম্প্রতিই এক গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য । সেই তথ্যে গবেষকরা বার্ড ফ্লু (Bird Flu)-র এইচ৫এন১ স্ট্রেইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গবেষকদের মতে এই স্ট্রেইন খুব অল্প সময়েই বিশ্বজুড়ে মহামারির আকার ধারন করতে পারে বলে অনুমান। তবে গত ২০২০ সালে সমগ্র বিশ্বে হানা দিয়েছিল করোনা । যেখানে কয়েকশো কোটি মানুষ সংক্রমিত হয়েছিলেন সাথে প্রান হারিয়ে ছিল কোটি কোটি মানুষ। তবে সেই পরিস্থিতি থেকে এখন নিজেদের সামলে নিয়েছে বিশ্ববাসী। যার প্রতিষেধক হাতে পেয়েছে তারা।

Georgia Meloni: ইতালিতে ইসলামের স্থান নেই, বিতর্কে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

   

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইবার্ড ফ্লুর ভয়ঙ্কর পরিস্থিতি ক্রমাগত স্তন্যপায়ী,এমনকী মানবদেহেও সংক্রমণ ছড়াতে সক্ষম। বলা যেতে পারে বার্ড ফ্লু-র স্ট্রেইন এক প্রকার প্য়ান্ডেমিক বা মহামারির রূপ নিতে চলেছে । বিশেষজ্ঞরা এও জানান যে এই সংক্রমণ কোভিডের থেকেও ১০০ গুণ ভয়াবহ আকার ধারন করতে পারে। সংক্রমিতদের প্রায় বেশিরভাগের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও অনুমান। এই বার্ড ফ্লুয়ের এই স্ট্রেইন যদি অতিরিক্ত হারে আক্রমন করে তাহলে মৃত্যুহারও বাড়তে পারে।

Earthquake Update: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক তথ্যে জানায় , ২০০৩ সাল থেকে যতসংখ্যক এইচ৫এন১ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১০০ জনের মধ্যে ৫২ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। যেখানে কোভিডের মৃত্যুহার ছিল ০.১ শতাংশেরও কম, যা সংক্রমণের শুরুতে ২০ শতাংশের বেশি বলে জানানো হয়েছে। এখন এই পরিস্থিতির কথা ভেবে চিন্তিত বিশেষজ্ঞমহল।