Georgia Meloni: ইতালিতে ইসলামের স্থান নেই, বিতর্কে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ইসলাম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি(Georgia Meloni)। তিনি বলেন, ইউরোপে ইসলামি সংস্কৃতির কোনো স্থান নেই।ইউরোপীয় সভ্যতা এবং ইসলামী সংস্কৃতির মধ্যে অনেক…

Georgia Meloni

ইসলাম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি(Georgia Meloni)। তিনি বলেন, ইউরোপে ইসলামি সংস্কৃতির কোনো স্থান নেই।ইউরোপীয় সভ্যতা এবং ইসলামী সংস্কৃতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে।এই দুটি বিষয় কখনই একসঙ্গে থাকতে পারে না কারণ ইসলামি রীতির সঙ্গে মানিয়ে নিতে পারবে না ইউরোপের নীতি। এদিন শরিয়ত আইন বলবৎ থাকার কারণে সৌদি আরবকেও কটাক্ষ করতে ছাড়লেন না ইতালির প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলেই পরিচিত মেলোনি।

আরও পড়ুন: Pakistan: সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় লাহোরে কৃত্রিম বৃষ্টি, বাতাসে মিশেছে বিষ 

রবিবার ইতালির অতি-ডানপন্থী দল – ব্রাদার্স অফ ইতালি আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ধনকুবের এলন মাস্ক। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়েই বিস্ফোরক মন্তব্য করেন ইটালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে ইসলামী সংস্কৃতি এবং আমাদের সভ্যতার মূল্যবোধ এবং অধিকারের মধ্যে সামঞ্জস্যের সমস্যা রয়েছে। ইতালিতে নির্মিত ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো সৌদি আরব থেকে অর্থ পায়। সৌদিতে শরিয়ত আইন প্রযোজ্য। ইতালিতে শরিয়ত আইন কার্যকর হতে দেব না।”

আরও পড়ুন: Earthquake Update: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

মেলোনি বলেন, “শরিয়ত অনুযায়ী পরকীয়া করলে পাথর ছুঁড়ে মেরে ফেলার নিদান রয়েছে। সমকামিতার জন্যও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনে। আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন। ইউরোপের নানা প্রান্তে ইসলামের কিছু আদর্শ ছড়িয়ে দেওয়া হচ্ছে যা মোটেই আমাদের সঙ্গে মানানসই নয়।”

এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ইউরোপে শরণার্থীদের সমস্যা মোকাবেলায় যদি কোনো প্রচেষ্টা না করা হয়, তাহলে তাদের সংখ্যা বাড়বে। এটি আমাদের সামর্থ্যকে প্রভাবিত করবে, আমরা প্রকৃতপক্ষে অভাবী দেশগুলিকে সহায়তা করতে সক্ষম হব না। অনুষ্ঠানে ঋষি সুনাক আরও বলেন যে ইউরোপীয় দেশগুলিকে তাদের আইন আপডেট করতে হবে।উল্লেখ্য, ব্রিটেন ও ইটালি দুই দেশই কড়া হাতে শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার চেষ্টা করছে