শহরের বুকে বিমান ভেঙে মৃত্যু কমপক্ষে ৬১ জনের, দেখুন ভিডিও

ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash) ঘটে গিয়েছে দেশে। মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি শহরের আবাসিক এলাকায় শুক্রবার ৬২ জন…

ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash) ঘটে গিয়েছে দেশে। মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি শহরের আবাসিক এলাকায় শুক্রবার ৬২ জন যাত্রী নিয়ে একটি বিমান ভেঙে পড়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনায় সকলেই মারা গিয়েছেন। এই ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দর গুয়ারুলোসগামী বিমানটি ভেঙে পড়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে এয়ারলাইন অব ভয়েপাস। বিমানটিতে ৫৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। তবে কী কারণে বিমানটি ভেঙে পড়ে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

   

ইতিমধ্যে সেই বিমান ভেঙে পড়ার মুহূর্তটি মানুষ ফোনবন্দী করেছে। যা ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখে সকলেই রীতিমতো চমকে গিয়েছেন। এক কথায় ভিডিওটি রোমহর্ষক। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা জনতাকে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করতে বলেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। বিমানটিতে ৫৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সবাই বলে মনে করা হয়েছে। বিমানটি পরিচালনা করত ভোপাস এয়ারলাইন্স। এতে বলা হয়, দুই ইঞ্জিন বিশিষ্ট এই টার্বোপ্রপ বিমানটি দক্ষিণ ব্রাজিলের পারানা শহরের কাসকাভেল থেকে সাও পাওলো শহরের গুয়ারুলহোস বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই উইনহেডো শহরে বিমানটি ভেঙে পড়ে।

সামাজিক মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, এটিআর ৭২-৫০০ বিমানটি আকাশ থেকে ঘুরতে ঘুরতে সোজা নিচে পড়ে। স্থানীয় কর্মকর্তারা বিমানের সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।