নিম্নচাপ সরে গিয়েছে। এদিকে নতুন করে তৈরি হল ঘূর্ণাবর্ত। আর এর জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির (Heavy Rainfall) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই কলকাতা ও তার সংলগ্ন এলাকার আকাশে কালো মেঘের দেখা মিলেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা-সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় খানিকটা কম থাকবে।
অবশ্য বৃষ্টি না হলে বেলার দিকে আবার সেই অস্বস্তিকর আবহাওয় জাঁকিয়ে বসবে সর্বত্র। আলিপুরে পক্ষ থেকে একটি বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন বলছে, আজ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। তবে আজ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির উদ্দেশ্যে। আজ এই তিন জেলায় মাত্রাতিরিক্ত বৃষ্টি হবে। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ের কোথাও কোথাও ধস হতে পারে।
জানেন কি আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এই বিষয়ে আলিপুর জানাচ্ছে, এদিন কলকাতা সহ দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
Weather Warning for West Bengal dated 09-08-2024 pic.twitter.com/mEjpLskz5c
— IMD Kolkata (@ImdKolkata) August 9, 2024