Pakistan: পাক বন্দরে হামলা, চারিদিকে ছড়িয়ে মৃতদেহ

মৃতদেহ পড়ে আছে এদিক ওদিক। মাটিতে ছড়িয়ে আছে মেশিনগান। দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া। পাকিস্তানের (Pakistan) বন্দর গোয়াদরে ফের হামলা। দেশটির বালোচিস্তান প্রদেশের এই বন্দরটি…

Pakistan1

মৃতদেহ পড়ে আছে এদিক ওদিক। মাটিতে ছড়িয়ে আছে মেশিনগান। দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া। পাকিস্তানের (Pakistan) বন্দর গোয়াদরে ফের হামলা। দেশটির বালোচিস্তান প্রদেশের এই বন্দরটি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের শেষ বিন্দু। পাক সংবাদ মাধ্যমের খবর, একাধিক নিহত হয়েছে। মনে করা হচ্ছে হামলাকারীরা বালোচ বিদ্রোহী গোষ্ঠীর। 

বিশ্বের অন্যতম অর্থনৈতিক-কূটনৈতিক করিডর বারবার বালোচ বিদ্রোহীদের নিশানায়। পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের বেশ কয়েকটি গোষ্ঠীর দাবি, পাক সরকারের নির্যাতন ও সেনা অভিযানের বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষ চলেছে। পাকিস্তান সরকারের দাবি, বিদ্রোহী বালোচ গোষ্ঠীদের মদত দেয় ভারতের গুপ্তচর সংস্থা ‘র’। 

বালোচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। হামলাকারীরা তাদের এবং নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে গোলাগুলির আগে বিস্ফোরণ ঘটায়।

পাক সংবাদমাধ্যম জিও নিউজ জানাচ্ছে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে আট হামলাকারী নিহত হয়েছে।

গোয়াদর বন্দর চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (CPEC) একটি অংশ। চিন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে খনিজসমৃদ্ধ বালোচিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে।

বালোচিস্তান প্রদেশ, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং খনিজগুলির মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও, কম জনসংখ্যার ঘনত্ব, অপর্যাপ্ত জল এবং মানবসম্পদ এবং খুব দুর্বল প্রাথমিক শিক্ষা সহ পাকিস্তানের সবচেয়ে বঞ্চিত অঞ্চল বলে চিহ্নিত। স্থানীয়রা গোয়াদরের উন্নয়নকে তাদের সম্পদের শোষণ হিসাবে দেখেন।

ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম), তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), লস্কর-ই-তৈয়বা, লস্কর-ই-জাংভি, ইসলামিক স্টেটসহ বিভিন্ন জাতিগত বিচ্ছিন্নতাবাদী ও উগ্র ধর্মীয় জঙ্গি সংগঠনগুলি বালোচিস্তানে সক্রিয়।  

আর দীর্ঘ সময় ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে দমন নীতির অভিযোগ এনে বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট CPEC প্রকল্পকে ব্যাহত করার চেষ্টা করেছে। তাদের সশস্ত্র শাখা এই প্রকল্প ধংস করতে মরিয়া।