Climate Summit: খনিজ জ্বালানির ব্যবহার কমাতে হাজার হাজার আমেরিকানের প্রতিবাদ

জলবায়ু সম্মেলনের (climate summit) আগে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন হাতে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। ড্রামের তালে তালে চলছে প্রতিবাদ।

climate summit

জলবায়ু সম্মেলনের (climate summit) আগে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন হাতে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। ড্রামের তালে তালে চলছে প্রতিবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নামেন ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী। এসময় পরিবেশবাদীরা মিছিল করেন মিডটাউন ম্যানহাটন সহ বিভিন্ন রাস্তায়‌। তাদের দাবি পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্ধ করা হোক জীবাশ্ম বা খনিজ জ্বালানির ব্যবহার।

বাইডেন প্রশাসনকে নতুন করে তেল ও গ্যাসের প্রকল্প অনুমোদন বন্ধের আবেদন জানান তারা। এমনকি জলবায়ুর জরুরি অবস্থা ঘোষণা করার দাবি জানান বিক্ষোভকারীরা। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে নিউ ইয়র্কের মাটিতে যখন জড়ো হচ্ছেন বিশ্বনেতারা অন্যদিকে তখন এই আন্দোলনে যোগ দিয়েছেন রাজনীতিবিদ, অভিনেতা সহ বিশিষ্টজনেরা।

শুধু জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি নয় পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা আরও জানায় গত ১০০ বছরে অন্য যেকোনো দেশের তুলনায় বিভিন্ন ধরনের জ্বালানির অনুমোদন দিয়েছে মার্কন যুক্তরাষ্ট্র। এতে বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। দেখা দিয়েছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ।

বিজ্ঞানীরা জানান, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস এফেক্ট পৃথিবীর তাপমাত্রা বাড়ানোর মূল কারণ। পাশাপাশি হ্যারিকেন, বন্যা, দাবানল, খরার মতো প্রাকৃতিক দুর্যোগগুলোর পিছনে দায়ী এটি।