Pakistan: ইমরানকে ধরতে ধরতে পাঞ্জাব রেঞ্জার্সের আক্রমণ, লাহোরে সেনা বনাম খান সমর্থকদের ‘যুদ্ধ’

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা যে খুবই কঠিন তা বুঝতে পারছে (Pakistan) পাকিস্তান সরকার। তেহরিক ই ইনসাফ সমর্থকদের বলয় ভেদ করে পুলিশ যেতে…

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা যে খুবই কঠিন তা বুঝতে পারছে (Pakistan) পাকিস্তান সরকার। তেহরিক ই ইনসাফ সমর্থকদের বলয় ভেদ করে পুলিশ যেতে না পারলেও এবার পাঞ্জাব রেঞ্জার্স কাঁদানে গ্যাস ছুঁড়ে হামলা শুরু করল।

লাহোরের জামান পার্ক এলাকায় ইমরান খানের বাড়ি ঘিরে তীব্র সংঘর্ষ চলছে। ভয়াবহ হামলা চলছে বলে দাবি করেছেন ইমরান খান। তিনি নিজের ঘরে টেবিলভর্তি কাঁদানে গ্যাসের শেল জমা করে সামাজিক মাধ্যমে সেই ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে দেন।

ইমরান খানকে গ্রেফতার করা দরকার তিনি আইন বিরুদ্ধ কাজ করেছেন বলে অভিযোগ ক্ষমতাসীন দল পিএমএলএন নেত্রী মরিয়ম নওয়াজ শরিফের। তাঁর কাকা শাহবাজ শরিফ বর্তমান প্রধানমন্ত্রী। আর প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ, সরকার দেশবাসীর বিরুদ্ধে বিদেশি শক্তির মদত নিয়ে চলছে। পাক জনতা ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামুন। প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি উপহার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিক্রি করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইমরান খান। তাঁর দাবি, অবৈধভাবে আমার সরকারের পতন ঘটিয়েছে শাহবাজ শরিফ।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী আরও বলেন,রাজনীতি থেকে আমাকে দূরে রাখতে ও তেহরিক ই ইনসাফকে দূর্বল করতে আমাকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দুটি মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ সরকারি উপহার কোষাগারে না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। এই তোষাখানা মামলায় আদালতে হাজির না হওয়ায় এবং গত বছর জনসভায় মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতের বিচারক জাফর ইকবাল তোষাখানা মামলার শুনানি করেন এবং সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশকে বলেন। আদালত তোশাখানা মামলায় ১৮ মার্চ এবং বিচারককে হুমকি দেওয়ার মামলায় ইমরানকে ২১ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।