SSC Scam: মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে আদালতে গেলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন CPIM সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash ranjan Bhattacharya)।

Bikash ranjan Bhattacharya went to court against Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন CPIM সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash ranjan Bhattacharya)।

মঙ্গলবার আলিপুরের জাজেস কোর্টে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে নিয়োগ দুর্নীতি (SSC Scam) ও আদালতের নির্দেশে চাকরি বাতিল নিয়ে বেশকিছু মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে (বিচারপতি সুব্রত তালুকদার) বলব এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। যারা অন্যায় করেছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুন। কিন্তু, নির্দোষরা যেন দোষের ভাগীদার না হয়। আইন মেনে চাকরি ফিরিয়ে দিন। দরকার হলে তাঁদের আবার পরীক্ষা নিন কিন্তু, তাদের চাকরি ফিরিয়ে দিন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্কের সুচনা হয়। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, নিয়োগ দুর্নীতির মামলা এই মুহুর্তে আদালতে বিচারাধীন। সমস্ত নথি যাচাই করেই নির্দেশ দিচ্ছেন বিচারপতিরা। ফলে এ প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করা যায় না। এই বক্তব্য শোনার পরেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আগামী দিনে এই মামলা গ্রহণ করা হবে কি না, তা নির্ভর করবে হলফনামার ওপরেই।

প্রসঙ্গত, গত বছর থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দফতরের প্রাক্তন আধিকারিকরা এই মুহুর্তে জেলে। নাম জড়িয়েছে শাসক দলের নেতাদেরও।