ISL final: আইএসএল ফাইনালে এবার চাঁদের হাট, কে-কি থাকছে জেনে নিন

আগামী ১৮ মার্চ আইএসএল ফাইনালে (ISL final) গোয়ার জওহরলাল নেহেরু ফতোতাজ স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

ISL final nita ambani

আগামী ১৮ মার্চ আইএসএল ফাইনালে (ISL final) গোয়ার জওহরলাল নেহেরু ফতোতাজ স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। যেদিকে নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষদের। তবে এবার শুধু খেলাই নয় দর্শকদের বিনোদনের জন্য ও থাকছে বিপুল আয়োজন। যারফলে খেলা দেখার পাশাপাশি আনন্দে ভেসে যাবে সকলেই।

জানা গিয়েছে এই ফাইনাল ম্যাচের কিক অফের আগেই দেখা মিলবে দেশ-বিদেশ খ্যাতনামা ডিজে চেতাসের অনবদ্য পারফরম্যান্স। এককথায় তার জনপ্রিয় ডিজে ম্যাশ-আপের সুরে মেতে উঠবে গোটা স্টেডিয়াম। তবে এখানেই শেষ নয়। ফাইনালের এই গোটা অনুষ্ঠানটি আরো কার্যকরী করে তুলতে স্টেডিয়ামে হাজির থাকবে গোয়ার বিখ্যাত এ২৬ ব্যান্ড। যারফলে এক নিমেষে সুর ও তালে মাতোয়ারা হয়ে উঠবে আপামর ফুটবলপ্রেমী জনতা।

এছাড়াও ‘ফিফা মোবাইল’ ও ‘হ্যামলিজ’ এর বেশ কয়েকটি স্টল থাকবে গোটা স্টেডিয়াম জুড়ে। যারফলে, ইচ্ছে মতো বিভিন্ন গেমস খেলে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবে, ফুটবলপ্রেমীরা। তার সাথেই থাকছে বাবল আর্টিস্ট, বাউন্সি ক্যাসল, শুটিংয়ের মতো একাধিক গেমস। তবে এতো কিছুর আয়োজন থাকবে, আর খানা-পিনার বন্দোবস্ত থাকবে না সেটা তো হওয়ার নয়।

তাই এবার নাকি গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হরেক রকম লোভনীয় খাবারের বিপুল সম্ভারের দেখা মিলতে চলেছে গোটা স্টেডিয়াম জুড়ে। তবে নির্ধারিত ৭ বেজে ৩০ মিনিটে ম্যাচের সময় থাকলেও বিকেল ৪ থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। যা সন্ধ্যে ৬.৩০ মিনিট পর্যন্ত চলবে। এরপরে স্টেডিয়াম মাতাতে আসবে ডিজে চেতাস ও এ২৬ এর মতো ব্যান্ড।

তবে যাই হোক না কেন, প্রতিপক্ষ কে একটুও খাটো করে দেখতে নারাজ বাগান কোচ হুয়ান ফেরেন্দো। এবারের সাধারণ ম্যাচে একটিতে জিতেছে এটিকে মোহনবাগান ও অন্যটিতে রয়কৃষ্ণাদের বেঙ্গালুরু। তাই এবারের এই ফাইনাল ম্যাচ যে যথেষ্ট উত্তেজনা পূর্ন হতে চলেছে তা অস্বীকার করার কোনও যায়গা নেই। শেষ পর্যন্ত কার মাথায় ওঠে জয়ের শিরোপা, সেটাই দেখার জন্য মুখিয়ে সকলে।