Tuesday, October 14, 2025
HomeUncategorizedPakistan: খাইবার পাখতুনখোয়ায় রকেট হামলায় পিটিআই নেতাসহ মৃত ৮

Pakistan: খাইবার পাখতুনখোয়ায় রকেট হামলায় পিটিআই নেতাসহ মৃত ৮

পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া (Khyber pakhtunkhwa) থেকে বড়সড় খবর মিলেছে৷ এখানে হামলায় পিটিআইয়ের এক নেতার (PTI Leader) মৃত্যু হয়েছে। তার সঙ্গে আরও ৭ জনের মৃত্যুর খবর রয়েছে। তথ্য অনুযায়ী, অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে হামলা চালিয়েছিল৷ যাতে পিটিআই নেতা আতিফ মুনসিফ খানসহ ৭ জন নিহত হয়।

- Advertisement -

জিও টিভির খবরে বলা হয়েছে, গাড়িটিকে রকেটের আঘাতে লক্ষ্যবস্তু করা হয়, এরপর গাড়িটি আগুনে পুড়ে যায়। এর একটি ভিডিওও সামনে এসেছে যাতে গাড়িটিকে ধোঁয়ায় পুড়তে দেখা যায়।

- Advertisement -

তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার অ্যাবোটাবাদ জেলার হাভেলিয়ানে এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় নিহত পিটিআই নেতা ছিলেন হাভেলিয়ানের তহসিল নাজিম। হামলার সময় তিনি বাড়ি ফেরার পথে। এসময় অজ্ঞাত কয়েকজন হামলাকারী তার গাড়িতে গুলি চালায়। এরপর তারা গাড়ির ওপর রকেট লঞ্চার নিক্ষেপ করলে গাড়িতে আগুন ধরে যায়। পুলিশের মতে, পিটিআই নেতা ছাড়াও হামলায় চার নিরাপত্তারক্ষী এবং আরও তিনজন কর্মী নিহত হয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ