সম্ভবত লাল-হলুদে আসছেন এই সবুজ-মেরুন তারকা, জানুন বিস্তারিত

কিন্তু খুব একটা খুশি হতে পারেননি এটিকে মোহনবাগানের অন্যতম ভরসাযোগ্য তারকা হুগো বুমোস (Moroccan Star Hugo Boumous)।

Mohun Bagan Football Club players celebrating a victory

চলতি মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। যা দেখে খুশি সবুজ-মেরুন সমর্থকরা। খুশির আমেজ দলের খেলোয়াড়দের থেকে শুরু করে কোচিং স্টাফ ও কর্তাদের মধ্যে। কিন্তু খুব একটা খুশি হতে পারেননি এটিকে মোহনবাগানের অন্যতম ভরসাযোগ্য তারকা হুগো বুমোস (Moroccan Star Hugo Boumous)।

এমনকি ফাইনাল ম্যাচের পরে কোচ হুয়ান ফেরেন্দোর ভাবনা নিয়ে একটি জনপ্রিয় মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। যা ভালোভাবে নেয়নি এটিকে ম্যানেজমেন্ট। এমনকি এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। শোনা যাচ্ছে আগামী মরশুমের জন্য দলে বিদেশি স্ট্রাইকার নেওয়ার উদ্দেশ্যে হুগো বুমোস কে ছাটাই করতে পারে এটিকে মোহনবাগান। তাহলে কি ইমামি ইস্টবেঙ্গলে আসবেন এই তারকা ফুটবলার? শুনতে অবাক লাগলেও সেই সম্ভাবনাই প্রবল। এক্ষেত্রে অনেকাংশেই নির্ভর করছে লাল-হলুদের নতুন কোচের উপর।

Hugo Boumous

আসলে গত দুই বছরের মতো আইএসএলে এবার ও ধরাশায়ী ইমামি ইস্টবেঙ্গল। শুরুটা ভালো করলে ও ম্যাচ এগোনোর সাথে সাথে মুখ থুবড়ে পড়তে থাকে গোটা দল। যারফলে এবার ও হতশ্রী পারফরম্যান্স করে লিগ টেবিলের তলায় থেকে নিজেদের অভিযান শেষ করেছে ক্লেটনরা। যা দেখে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে সমর্থকরা। এই অবস্থায় কিছুটা নড়েচড়ে বসেছে ইস্টবেঙ্গল কর্তারা। তাই আইএসএল মরশুম শেষ হতেই আগামী বছরের জন্য দল গোছাতে মরিয়া লাল-হলুদ শিবির। সেজন্য গত ২৩ মার্চ থেকে শুরু করে প্রায় এখনো অব্দি প্রায় তিনবার লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসেছে সাবেক ক্লাব কর্তারা। 

বৈঠকের পরে জানানো হয়েছে আগামী মরশুমের জন্য আনা হবে নতুন কোচ। তার নাম এখনি প্রকাশ না করা হলেও বলা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে কোচের নাম। যারফলে বর্তমানে ময়দানে কান পাতলেই লাল-হলুদের পছন্দের তালিকা থেকে উঠে আসছে একাধিক কোচের নাম। যারমধ্যে সবথেকে এগিয়ে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। বর্তমানে চিনের একটি প্রথম ডিভিশনের দলের দায়িত্বে থাকলেও ভারতে আসতে কোনো আপত্তি নেই এই কোচের। সেজন্যই বেশ কিছুদিন সময় চেয়ে নিয়ে সিটি গ্রুপের সমস্ত ক্লজ গুলি খতিয়ে দেখছেন তিনি। তাই সব ঠিকঠাক থাকলে ভারতে আসতেই পারেন তিনি। এরফলে এটিকে মোহনবাগান ছেড়ে লাল-হলুদের পথে দেখা যেতেই পারে হুগো বুমোসকে।

আসলে আইএসএলে মুম্বাই সিটি এফসি ও পূর্বে এফসি গোয়ার মতো শক্তিশালী দলের দায়িত্বে ছিলেন লোবেরা। দুই ক্লাবেই তার প্রথম পছন্দ ছিল মরোক্কান তারকা হুগো বুমোস। গোয়ায় সেরকম সাফল্য না আসলেও মুম্বাই সিটি এফসিকে নিজে হাতে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন তিনি। এবার তার হাতেই দলের দায়িত্ব দিতে চায় ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি তার পছন্দ অনুযায়ী দলে বিদেশি ফুটবলার আনার কথাও শোনা গিয়েছে লাল-হলুদ কর্তাদের তরফ থেকে। সেক্ষেত্রে পরিস্থিতি আগের মতো থাকলে, সবুজ-মেরুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইস্টবেঙ্গলে আসলে খুব একটা অবাক হওয়ার কিছুই থাকবে না কারুর কাছে।