Pakistan: বাড়ি ফিরেই ইমরান খানের অভিযোগ, পুলিশ প্রধান অপহরণ করিয়েছিলেন

বাড়ি ফিরলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan) ইমরান খান। দুদিন বন্দি থাকার পর শনিবার ভোরে লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছন তিনি। ইমরানের অভিযোগ, ইসলামাবাদের…

Pakistan PM Imran Khan says he won't resign ahead of no-confidence move

বাড়ি ফিরলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan) ইমরান খান। দুদিন বন্দি থাকার পর শনিবার ভোরে লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছন তিনি। ইমরানের অভিযোগ, ইসলামাবাদের পুলিশপ্রধান তাঁকে জোর করে আটকে রাখতে চেয়েছিলেন।

জানা গেছে, শনিবার ভোরে সমর্থকদের প্রবল উল্লাসধ্বনির মাঝে লাহোরের বাড়িতে পৌঁছান তিনি। ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত ইমরানের সঙ্গে ছিলেন তাঁর দলের সমর্থকরা। বাড়ি পৌঁছে ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইমরান দাবি করেন, কিছুতেই তাঁকে ইসলামাবাদ হাই কোর্ট থেকে বেরতে দিচ্ছিলেন না ওই পুলিশকর্তা। জামিন পাওয়ার পরও নিরাপত্তার অজুহাতে তাঁকে প্রায় তিনঘণ্টা ধরে আটকে রাখা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়।

গত বৃহস্পতিবারই তাঁর গ্রেফতারিকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। এরপর শুক্রবারই ইসলামাবাদ হাই কোর্টে হিংসায় উসকানি মামলায় জামিন পান তিনি। আগামী ২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ।

ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে ১২১টি মামলা ঝুলছে। উল্লেখ্য, পাকিস্তানে সেনার বিরুদ্ধে সেই অর্থে গণরোষ দেখা যায়নি। গত কয়েকদিনে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর, পাক সেনার লাহোরের কোর কমান্ডারের বাড়ি, করাচি, পেশোয়ারের সেনাশিবির আক্রান্ত হয়েছে।