দানা খাবে না, গুলি-বোমা মারবে! জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান, জঙ্গিদের ইচ্ছা প্রকাশ্যে

120
terrorist-group-training-photo-viral
Advertisements

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের শখ আবারও সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে (Pakistan) ফাঁস করে দিল। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আইএস খোরাসানের জঙ্গিদের প্রশিক্ষণের নতুন ছবি প্রকাশিত হয়েছে। এসব জঙ্গিদের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, টার্গেট কিলিং এমনকি ফিদায়ে হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একদিকে পাকিস্তান ক্রমাগত চিৎকার করে চলেছে যে তার দেশে জঙ্গি হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদী সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া থেকে বিরত হচ্ছে না। পাকিস্তান-আফগান সীমান্তে প্রশিক্ষণ নেওয়া কিছু জঙ্গি সোশ্যাল মিডিয়ায় প্রচারের উদ্দেশ্যে প্রশিক্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে এটি প্রকাশ পায়। এই জঙ্গিরা আরও জানিয়েছে, তারা জঙ্গি সংগঠন আইএস খোরাসানের সাথে যোগাযোগ করছে। এসব ছবি দেখেই বোঝা যাচ্ছে জঙ্গিদের কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Advertisements

pakistan,afghan, broder,terrorist group, training

Advertisements

যেখানে একদিকে পাহাড়ে চড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই জঙ্গিদের। অন্যদিকে দূর থেকে কীভাবে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি ছুড়তে হয় তার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এছাড়া ভয়ংকর অস্ত্র বহনকারী জঙ্গিদের একটি ছবিও রয়েছে, যাতে দেখা যায় তাদের এসব অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার ধারণা, এই ট্রেনিং ক্যাম্পে টার্গেট কিলিং, নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পাশাপাশি ফিদায়েঁ হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর জন্য এই জঙ্গি স্কোয়াড তৈরি করা হচ্ছে এবং ভারত ও আফগানিস্তানসহ এর মিত্র দেশগুলোও এতে জড়িত থাকতে পারে। কারণ আফগানিস্তানের নির্দেশে তেহরিক-ই-তালিবান পাকিস্তান ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে, যার কারণে পাকিস্তানি সেনা ও পাকিস্তানি নেতাদের ঘুম হারাচ্ছে।

Advertisements