Israel Hamas War: ইসরায়েল-হামাসের রক্তক্ষয়ী যুদ্ধে নিহত ভারতীয়, আহত আরও ২

ইসরায়েল ও হামাসের (Israel Hamas War) মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ যেন থামতেই চাইছে না। এরইমাঝে ঘটে গেল আরও বড় অপ্রীতিকর ঘটনা। যে ঘটনা গোটা ভারতকে নাড়িয়ে…

ইসরায়েল ও হামাসের (Israel Hamas War) মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ যেন থামতেই চাইছে না। এরইমাঝে ঘটে গেল আরও বড় অপ্রীতিকর ঘটনা। যে ঘটনা গোটা ভারতকে নাড়িয়ে রেখে দিয়েছে। ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝেই মৃত্যু হল এক ভারতীয়ের। একই সময়ে আহত হয়েছেন আরও দুইজন। লেবানন থেকে ইসরায়েলের গালিলি অঞ্চলে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ বলে অভিযোগ। আর এতেই মৃত্যু হয়েছে এক ভারতীয়ের।

মৃত এই ভারতীয়ের নাম পাটনিবিন ম্যাক্সওয়েল। তিনি কেরলের কোল্লামের বাসিন্দা ছিলেন বলে খবর। আহত অপর দুই ভারতীয়ের নাম বুশ, জোসেফ, জর্জ ও পল মেলভিন। তাঁরাও কেরলের বাসিন্দা। সূত্রের খবর, জর্জকে বেলিনসন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর অবস্থার উন্নতি হয়। এখন তিনি তার পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতে থাকা ইসরায়েলের দূতাবাস । আজ টুইট বার্তায় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘গতকাল বিকেলে উত্তরাঞ্চলীয় মারগালিওট গ্রামে একটি ফলের বাগান চাষরত শান্তিপূর্ণ কৃষি শ্রমিকদের ওপর শিয়া সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং আরও দুজন আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। ইসরায়েলি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে আহতদের সেবায় নিয়োজিত, যাদের আমাদের সেরা চিকিৎসা কর্মীরা চিকিৎসা দিচ্ছেন।’

গত ডিসেম্বরে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইরত ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা গিল ড্যানিয়েলস নিহত হন। মহারাষ্ট্রের বাসিন্দা ৩৪ বছরের গিল গত ১০ অক্টোবর থেকে লড়াই করছিলেন। মৃত্যুর এক মাস আগে তার বাগদান হয়েছিল। গত নভেম্বরে ২০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা হ্যালেল সলোমন নিহত হন।

এক রিপোর্ট অনুযায়ী, লেবানন থেকে পরিচালিত সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে। গত ৮ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের সঙ্গে ইসরায়েলে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সোমবারের হামলার পর হিজবুল্লাহর উৎক্ষেপণ স্থলসহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।