Israel Hamas War: গাজায় তোমাদের সেনা…. ইজরায়েলকে কী বললেন বাইডেন?

মার্কিন প্রেসিন্ডেন্ট জো বাইডেন মনে করেন গাজা উপত্যকা ইজরায়েল বাহিনীর দখল করা উচিত নয়। এটি তাদের জন্যে ভালো হবে না। হামাস ইজরায়েল যুদ্ধচলাকালীন মার্কিন যুক্তরষ্ট্রের…

মার্কিন প্রেসিন্ডেন্ট জো বাইডেন মনে করেন গাজা উপত্যকা ইজরায়েল বাহিনীর দখল করা উচিত নয়। এটি তাদের জন্যে ভালো হবে না। হামাস ইজরায়েল যুদ্ধচলাকালীন মার্কিন যুক্তরষ্ট্রের এই অবস্থান নিয়ে গোটা বিশ্বজুড়ে পরে গিয়েছে শোরগোল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিরবি বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট বিশ্বাস করেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর উপস্থিতি কোনোভাবেই সঠিক কোনো পদক্ষেপ হবে না।’

   

‘একটি ব্যাপারে আমরা অবশ্যই একমত যে ৬ নভেম্বর, অর্থাৎ যুদ্ধ শুরুর আগ পর্যন্ত গাজা যেমন ছিল— যুদ্ধের পর আর তেমন থাকবে না; সেখানকার শাসনক্ষমতায় কাদের থাকা উচিত— তা নির্ধারণে অবশ্যই এ যুদ্ধের পর সুষ্ঠু ও স্বাস্থ্যকর আলোচনা শুরু হওয়া জরুরি। আমাদের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ব্যাপারটি দেখছেন।’

সোমবার নেতানিয়াহুর বিবৃতির পর আমেরিকা এই সতর্কবার্তা দিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন গাজা উপত্যকায় তাদেরই শাসন করা উচিত যারা হামাসের পথে যেতে চায় না। তিনি এবিসি নিউজকে বলেন, আমি মনে করি ইজরায়েলের উপর সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য থাকবে,কারণ আমরা দেখেছি যে আমাদের কাছে এটি না থাকলে কী হয়।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে বলেছিলেন, গাজা দখল করা হবে ইজরায়েলের জন্য ‘বড় ভুল’। এক মাসের যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার পর এই মন্তব্য করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু ।গত সপ্তাহে, মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইজরায়েলিদেরকে ‘মানবিক বিরতির’ জন্য চাপ দিয়েছিলেন।ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মঙ্গলবার বলেছেন যে যুদ্ধ শেষ হওয়ার পরে, ইজরায়েল ‘গাজা উপত্যকায় যে কোনও পরিস্থিতির মোকাবিলা পূর্ণ স্বাধীনতা বজায় রাখবে’।তারপর মঙ্গলবারও মার্কিন বিদেশ মন্ত্রক স্পষ্ট করে বলেছে যে তারা গাজা উপত্যকায় ইজরায়েলের দীর্ঘমেয়াদী দখলদারিত্বের ধারণাকে সমর্থন করে না।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইজরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চলানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইজরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে।হামাসের হামলায় ইজরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইজরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, ইজরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার। এই নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী।