Bankura: বাঁকুড়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ ঘিরে বিক্ষোভে পুলিশ অসহায়

বাঁকুড়ায় (Bankura) বিজেপি কর্মী শুভদীপ মিশ্রর হাত বাঁধা ঝুলন্ত দেহ দেখে ক্ষুূ্ব্ধ এলাকাবাসী পুলিশের গাড়িতে চডাও হলেন। পুলিশ কর্মীদের ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। কোনওরকমে…

বাঁকুড়ায় (Bankura) বিজেপি কর্মী শুভদীপ মিশ্রর হাত বাঁধা ঝুলন্ত দেহ দেখে ক্ষুূ্ব্ধ এলাকাবাসী পুলিশের গাড়িতে চডাও হলেন। পুলিশ কর্মীদের ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। কোনওরকমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে নিয়ে যায় পুলিশ। বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর পর্যন্ত থেকে গঙ্গাজলঘাটির নিধিরামপুরে তীব্র উত্তেজনা।

দলীয় কর্মীকে খুন করা হয়েছে এমন দাবি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স বার্তা আরও ক্ষোভ ছড়িয়ে দিল। তিনি দাবি করেছেন, শুভদীপকেকে খুনের প্রমাণ নষ্ট করছে পুলিশ। বিরোধী দলনেতার এক্স বার্তা পড়ে জেলার বিজেপি সমর্থকরা আরও ক্ষোভে ফেটে পড়েন।

   

এক্স হ্যান্ডেলে শুভেন্দু দাবি করেছেন, “দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তা বরদাস্ত করতে পেরেই এভাবে খুন করেছে তৃণমূল নেতা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বাঁকুড়ার পুলিশ সুপারের কী ভূমিকা আছে, তা খতিয়ে দেখা উচিত।” শুভেন্দুর দাবি পুলিশ এই ঘটনায় প্রমাণ নষ্ট করতে তৎপর থাকবে, তাই এই ঘটনায় সিবিআই তদন্ত প্রয়োজন। বিরোধী দলনেতার এই বার্তা পেয়ে মৃত শুভদীপের আত্মীয়, এলাকাবাসীরা ক্ষোভ দেখিয়ে দাবি করেন ‘খুন করা হয়েছে’।

এলাকাবাসীর একাংশের দাবি, এক মহিলার সাথে সম্পর্ক ছিল বিজেপি নেতা শুভদীপের। তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে শুভদীপের সাথে ওই মহিলার সম্পর্ক। শুভদীপের ঝুলন্ত দেহের হাত বাঁধা ছিল। এটি পুলিশের বিশেষ নজরে। বিজেপি নেতার ঝুলন্ত দেহ ঘিরে সকাল থেকে দফায় দফায় ক্ষোভ চলছে এলাকায়।

এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত শুভদীপ মিশ্র। গত পঞ্চায়েত ভোটে বিজেপির শিবিরের হয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। শুভদীপের মৃত্যুর পর রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও। তিনি বলেন, খুন করা হয়েছে বিজেপি কর্মী শুভদীপকে। তদন্ত রিপোর্ট আসার পর সব স্পষ্ট হবে বলে জানান তিনি।