Covid 19: প্রাণঘাতী হতে পারে করোনার পরবর্তী রূপ

বিশ্বজুড়ে করোনার প্রাণঘাতী পরিস্থিতি ধীরে ধীরে কমছে। কিন্তু তাতে উল্লসিত হওয়ার কিছু নেই। কোভিড ১৯ এর পরবর্তী যে রূপ আসবে তা আরও ভয়াবহ হতে পারে।…

বিশ্বজুড়ে করোনার প্রাণঘাতী পরিস্থিতি ধীরে ধীরে কমছে। কিন্তু তাতে উল্লসিত হওয়ার কিছু নেই। কোভিড ১৯ এর পরবর্তী যে রূপ আসবে তা আরও ভয়াবহ হতে পারে। এমনকী তার মারণ ক্ষমতা বেশি হওয়াও বিচিত্র নয়। এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর বিশেষজ্ঞদের।

সম্প্রতি একটি বিবৃতি জারি করে সংস্থার মহামারী বিশেষজ্ঞ ও প্রযুক্তি বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরকোভে জানিয়েছেন, ভবিষ্যতে এই ভাইরাস ফের রূপ বদল করবে। আর তা হতে পারে ওমিক্রনের থেকেও ভয়াবহ। সেই রূপটি আরও দ্রুত সংক্রমণ ছড়াবে। বর্তমানে যে হাতে ছড়াচ্ছে কোভিড, তাকে করোনার ওই রূপের সংক্রমণ ক্ষমতা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। কেরকোভ এও বলেছেন, ওই রূপটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলেও মানুষের শরীরে বাসা বানাতে সক্ষম হতে পারে। অর্থাত কারোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলে যে তাকে করোনা আক্রমণ করবে না, এমন নয়। ভ্যাকসিন এক্ষেত্রে সাহায্য নাও করতে পারে। আবার ভ্যাকসিন নেওয়া থাকলে ভাইরাস খুব বেশি ক্ষতি নাও করতে পারে। যেমনটা ওমিক্রমনের ক্ষেত্রে হয়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্ক করেছে, কয়েক দশক ধরে বিশ্বজুড়ে প্রভাব থাকবে কোভিডের। তবে ধীরে ধীরে তার প্রকোপ কমবে বলে। WHO প্রধান জানিয়েছেন, শারীরিকভাবে যারা দুর্বল তাদের উপর কোপ বসাবে করোনা ভাইরাস। এই মহামারী যতদিন চলবে, পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হবে। তিনি আরও বলেছেন, কমনওয়েলথ দেশগুলোর মাত্র ৪২ শতাংশ টিকার দুটি ডোজই পেয়েছে। দেশগুলোর মধ্যে টিকা নিয়ে অসমতা রয়েছে।

কমনওয়েলথের আফ্রিকার দেশগুলির ক্ষেত্রে মাত্র ২৩ শতাংশ ভ্যাকসিন নিয়েছে। এই ফাঁক পূরণ করা হুয়ের বর্তমানে অন্যতম প্রধান কাজ। এর ফলে শুধুমাত্র মহামারী আয়ত্তে আসবে, তাই নয়, মানুষের জীবনও বাঁচবে।