Government job: রাজ্য সরকারের অর্থ দফতরে কর্মী নিয়োগ শুরু

অর্থ দপ্তরে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নিয়োগ করা হবে WEST BENGAL AUDIT AND ACCOUNTS SERVICE RECRUITMENT EXAMINATION, 2021 এর মাধ্যমে। প্রিলিমিনারি, মেন পরীক্ষা…

Government job

অর্থ দপ্তরে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নিয়োগ করা হবে WEST BENGAL AUDIT AND ACCOUNTS SERVICE RECRUITMENT EXAMINATION, 2021 এর মাধ্যমে।

প্রিলিমিনারি, মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে মেধা তালিকা তৈরি করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে মে মাসে। এখন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে PSC এর অফিসিয়াল ওয়েবসাইটে ২৭ ফেব্রুয়ারি, ২০২২ (রাত্রি ১২টা) এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

যোগ্যতা –
কমার্সে ব্যাচেলর ডিগ্রী অথবা ইনস্টিটিউট অফ চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া এর মেম্বার বা এমবিএ/ PGDM (ফাইন্যান্স) এ দুই বছরের রেগুলার কোর্সের ডিগ্রী (AICTE স্বীকৃতি প্রাপ্ত) থাকতে হবে।এছাড়াও বাংলাতে লেখা, পড়া এবং কথা বলার ক্ষেত্রে দক্ষ হতে হবে।

শূন্যপদ – ৩৬টি

বয়স – বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে।তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম – ৫৬,১০০/- টাকা – ১,৪৪,৩০০/- টাকা

নির্বাচন পদ্ধতি

প্রার্থী নির্বাচিত করা হবে প্রিলিমিনারী এবং মেন পরীক্ষা এর মাধ্যমে। প্রিলিমিনারী পরীক্ষার মোট নম্বর ২০০ ও সময়সীমা ২ ঘণ্টা ৩০ মিনিট। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রিলি পরীক্ষায় পাশ করলে তবেই মেন পরীক্ষা দিতে পারা যাবে। মেন পরীক্ষার দুটি ধাপ – লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষা হবে ৮০০ নম্বরে এবং পার্সোনালিটি টেস্ট হবে ২০০ নম্বরের। লিখিত পরীক্ষায় পাশ করলে পার্সোনালিটি টেস্ট দিতে পারা যাবে। লিখিত পরীক্ষার উত্তর বাংলা/ইংরেজিতে দেওয়া যাবে।
এছাড়াও নির্বাচিত প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট এর পরে মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে।

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য সময় মে মাস, ২০২২।

প্রিলি পরীক্ষার পরীক্ষাকেন্দ্র থাকবে কলকাতা ও দার্জিলিং-এ। কেবল কালিম্পং জেলা এবং দার্জিলিং জেলা ও তার তিনটি উপ বিভাগ অঞ্চল অর্থাৎ কার্শিয়াং, দার্জিলিং সদর ও মিরিক অঞ্চলের আবেদনকারীরা দার্জিলিং এ পরীক্ষা দিতে পারবেন।
মেন পরীক্ষার সম্ভাব্য তারিখ পরবর্তীকালে PSC এর অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষিত করা হবে। মেন পরীক্ষার পরীক্ষা কেন্দ্র কেবল কলকাতায় হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে PSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbpsc.gov.in এ ২৭ ফেব্রুয়ারি, ২০২২ (রাত্রি ১২টা) এর মধ্যে।

আবেদন মূল্য ২১০/- টাকা। এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে লাগবে না। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা অফলাইনে ব্যাঙ্ক কাউন্টারের মাধ্যমে।

অনলাইনে টাকা জমা করার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, ২০২২ এবং অফলাইনে টাকা জমা করার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২২।

আবেদন পত্রে দেওয়া তথ্য সংশোধন করতে পারবেন ৮ মার্চ, ২০২২ থেকে ১৪ মার্চ, ২০২২ পর্যন্ত।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন PSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbpsc.gov.in বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে – 033 – 2419 8185 অথবা আবেদন মূল্য জমা করা সংক্রান্ত কোন সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে – 033 – 2262 4181 (অফলাইন) ও 033 – 4003 5104 ( সকাল ১১টা থেকে বিকাল ৪টে এর মধ্যে)।