SMC Election: “পুরোনো বিজেপি দিচ্ছে ডাক, শিলিগুড়িতে দিদিই থাক”

পুরনিগম ভোটের আগে হইহই পড়ে গেল শিলিগুড়িতে। বিজেপির গোষ্ঠীকোন্দলে মুচকি হাসি গত পুরবোর্ড দখলকারী সিপিআইএমের। প্রবল অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। (SMC Election) আসন্ন শিলিগুড়ি পুরনিগম…

পুরনিগম ভোটের আগে হইহই পড়ে গেল শিলিগুড়িতে। বিজেপির গোষ্ঠীকোন্দলে মুচকি হাসি গত পুরবোর্ড দখলকারী সিপিআইএমের। প্রবল অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। (SMC Election)

আসন্ন শিলিগুড়ি পুরনিগম ভোটের আগে তীব্র চাঞ্চল্য। শহরের সর্বত্র পড়েছে চাঞ্চল্যকর পোস্টার। বিজেপির দুই নেতা আদবানী ও বাজপেয়ীর ছবি দিয়ে নিজেদের আদি বিজেপি দাবি করে পোস্টারে লেখা হয়েছে,” পুরোনো বিজেপি দিচ্ছে ডাক, এবার শিলিগুড়িতে দিদিই থাক”

   

এই পোস্টার ঘিরে প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের বিরোধী দলের তীব্র গোষ্ঠী দ্বন্দ্ব শিলিগুড়ি পুরনিগম ভোটের আগে প্রকাশ্যে এসে গেছে। শনিবার ভোট।

শিলিগুড়িতে গত পুরবোর্ড ছিল বামফ্রন্ট ও কংগ্রেস জোটের। মেয়র ছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। সিপিআইএমের হেভিওয়েট নেতা গত বিধানসভা ভোটে পরাজিত হন। তিনি পুর প্রশাসক পদ ছেড়ে দেন। তাৎপর্যপূর্ণ, এর পরেই টিএমসির তরফে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে পুরপ্রশাসক করা হয়।

শিলিগুড়িতে বিধানসভা ভোটে জয়ী হন বিজেপির শংকর ঘোষ। তিনি সিপিআইএম ছেড়ে বিজেপি যাওয়ার পর রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যের প্রধান প্রতিদ্বন্দ্বী।

শিলিগুড়িতে আদি বনাম নব্য বিজেপির লড়াই নিয়ে শংকর ঘোষ বলেছেন এসবই ষড়যন্ত্র। সিপিআইএমের তরফে বলা হচ্ছে দলটাই উঠে যেতে চলেছে। টিএমসি কটাক্ষ করতে শুরু করেছে।

কলকাতা পুরনিগম ভোটে বিজেপি তৃতীয় আর বামফ্রন্ট দ্বিতীয় হওয়ার পর রাজ্যে নতুন করে রাজনৈতিক সমীকরণ চলছে। বিজেপি ত্যাগ করে টিএমসিতে যোগদান চলছে।