NatGeo: কর্মী ছাঁটাইয়ে বন্ধ হতে চলেছে ন্যাশনাল জিওগ্রাফিক

আর পরে থাকা শেষ লেখক-কর্মীদের ছাঁটাই করে দিল বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফিক (National Geographic) । পুরস্কার-প্রাপ্ত এই ম্যাগাজিন বিজ্ঞান এবং প্রাকৃতিক জগতকে গভীরে গিয়ে পাঠক-পাঠিকাদের…

আর পরে থাকা শেষ লেখক-কর্মীদের ছাঁটাই করে দিল বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফিক (National Geographic) । পুরস্কার-প্রাপ্ত এই ম্যাগাজিন বিজ্ঞান এবং প্রাকৃতিক জগতকে গভীরে গিয়ে পাঠক-পাঠিকাদের কাছে তুলে ধরার জন্য পরিচিত।

বেশ কিছু সময় ধরেই NatGeo কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছে। ডিজিটাল মিডিয়া আসার পর প্রিন্ট মিডিয়া এবং এই ধরণের ম্যাগাজিনের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা কমেছে। গত ৯ মাসে এটি দ্বিতীয়বারের জন্য ছাঁটাই। ২০১৫ তে ছাঁটাই-পর্ব শুরু থেকে দেখলে এটা চতুর্থ ছাঁটায়।

   

মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট (Washington Post) সূত্রে খবর যে ম্যাগাজিন কর্তৃপক্ষ এবার ফ্রিল্যান্সারদের সঙ্গে যোগাযোগ করবে আর্টিক্যাল বা নিবন্ধ লেখার জন্য। অথবা এই ফ্রিল্যান্সারদের একত্রিত করে কাজ করাবে সম্পাদকীয়-র কর্মীরা। গত বুধবার ১৯ জন স্টাফ রাইটারকে ছাঁটাই করা হয়। এর আগে তাদের ছাঁটাইয়ের আভাস দেওয়া হয়েছিল গত এপ্রিল মাসে।

খরচ কমাতে ম্যাগাজিন কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে তদের অডিয়ো ডিপার্টমেন্ট। জানা গিয়েছে, আগামী বছর থেকে হলুদ-রং-এর পাঠকদের প্রিয় ন্যাশনাল জিওগ্রাফির বই আর বিভিন্ন নিইজস্ট্যান্ডে পাওয়া যাবেনা। খরচ বাঁচাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

চিত্র-সাংবাদিকদের অসাধারণ বন্য-প্রকৃতির ছবি ফুটে উঠত NatGeo magazine এর কভারে এবং ভিতরের পাতাগুলিতে। ম্যাগাজিনের সঙ্গে যুক্ত কর্মীরা জানিয়েছেন যে সংস্থার অবস্থা এতটাই খারাপ যে ফোটোগ্রাফারদের সঙ্গে চুক্তিও অনেক কমিয়ে ফেলা হয়েছে।

তবে ম্যাগাজিনের মুখপাত্র ক্রিস অ্যালবার্ট জানিয়েছেন যে এই ছাঁটাইয়ের ফলে পাঠকদের গল্প বলতে আরও সুবিধা হবে। তিনি এটাও জানান যে এই ছাঁটাইয়ের ফলে মাসিক ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন প্রকাশে কোনও অসুবিধা হবেনা। তিনি এমনটা জানিয়েছেন ‘The Post’ কে একটি ই-মেলের মারফত।