চোরের দলের কোটি-কোটি টাকার চুরির পরিকল্পনায় জল Apple AirTag-এর

পুলিশ নয়, এবার বাড়ির লোকই খুঁজে বার করল চোরকে। অবাক হচ্ছেন? এমনটাই ঘটেছে হিউস্টনের টেক্সাসে। আর এই ঘটনার জন্যে আরও একবার শিরোনামে অ্যাপেল এয়ারট্যাগ (Apple…

পুলিশ নয়, এবার বাড়ির লোকই খুঁজে বার করল চোরকে। অবাক হচ্ছেন? এমনটাই ঘটেছে হিউস্টনের টেক্সাসে। আর এই ঘটনার জন্যে আরও একবার শিরোনামে অ্যাপেল এয়ারট্যাগ (Apple AirTag)।

কোন কিছু হারিয়ে গেলে খুব সহজেই তা খূজে বার করে দেবে খুব ছোট্ট প্রযুক্তি Apple AirTag। কী কী খুঁজে বার করে দিতে পারে এই প্রযুক্তি? জানা যাচ্ছে, Apple AirTag জিনিস-পত্র/ লাগেজ, হারিয়ে যাওয়া পোষ্য বা গুরুত্বপূর্ণ জিনিশ। তবে এসব ছাড়াও Apple AirTag খুঁজে বার করে দিয়েছে চোরদের আর এই জন্য ফের শিরোনামে চলে এসেছে অ্যাপেল।

হিউস্টনের টেক্সাসে বেশ কয়েকটি পরিবার প্রত্যেকদিন ঘটে যাওয়া চুরির ঘটনায় বেশ চিন্তিত ছল। শুধু যে বাড়ির জিনিসপত্র চুরি করছে চোররা তা নয়। এমনকি সমাধিস্থলও খুঁড়ে ফেলছে চোরের দল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রাজ়োরিয়া কাউন্টিতে শয়ে-শয়ে সমাধি খুঁড়ে ফেলে তার ভিতর থেকে সামগ্রি চুরি গিয়েছে। প্রায় দশ হাজার ডলারের উপর দামী ব্রোঞ্জের ভাসো চুরে হয়ে গিয়েছে।

এই কৌশলী চোরদের ধরতে এরপর আসরে নামে এক পরিবার। একটি ফুলদানিতে Apple AirTag প্রযুক্তি লুকিয়ে রাখে তারা। টোনি ভেলাযকুয়েজ় সংবাদমাধ্যমকে জানান যে চোরেরা বরংবার টেক্সাসের ক্লুটের রেস্টউড মেমোরিয়াল পার্কে তার কাকার সমাধিতে চুরি করে। প্রত্যেকবার চুরি করতে এসে তারা ব্রোঞ্জ ফুলদানি চুরি করে নিয়ে যায় যার আনুমানিক দাম ৬০০ ডলার বা ভারতীয় মূদ্রায় ৪৯,২৩৬ টাকা দাম।

আরও একবার চুরি হওয়ার আশঙ্কা ভেবে এরপরই টোনি একটি ফুলদানির মধ্যে এয়ার ট্যাগ রেখে আসেন। এরপর চুরি হতেই ওই প্রযুক্তির সাহায্যে পাওয়া তথ্যগুলি টোনি সংস্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন। এরপর সেই তথ্য ট্র্যাক করে তারা শুধু চুরি যাওয়া ফুলদানিরই হদিশ পাইনি, বাকি আরও যা চুরি গিয়েছিল সেগুলোরও হদিশ মেলে। ব্রাজ়োরিয়া টাউনের থেকে ৪৫ মিনিট দূরত্বে একটি বাড়িতে সব চোরাই জিনিসের হদিশ পায় পুলিশ।

Apple AirTag- এর সাহায্যে পুলিশ শুধু চোরদের ধরা নয়, প্রায় ৬২,০০০ ডলারের সামগ্রিও খুঁজে পেয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চোরের দল গত ২ মাসে প্রায় ১০২ টি ফুলদানি চুরে করেছে। এরপর তাদের সেই ফুলদানিগুলোকে টাকার জন্য স্থানীয় একটি দোকানে বিক্রী করার পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের প্রকল্পনা ভেস্তে গেল Apple AirTag-এর জন্যে।