Bangladesh: একই উঠোনে মসজিদ-মন্দির-বৌদ্ধ বিহার, একটু দূরেই নীল সৈকত

মন্দির-মসজিদ-বৌদ্ধ বিহার একই স্থানে। প্রতিদিন মসজিদে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পাঠ চলে, তেমন মন্দিরে সকাল সন্ধ্যে চলে ভক্তদের পুজো-অর্চনা। পাশাপাশি বৌদ্ধ বিহারে চলে বৌদ্ধ ভিক্ষুকদের…

মন্দির-মসজিদ-বৌদ্ধ বিহার একই স্থানে। প্রতিদিন মসজিদে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পাঠ চলে, তেমন মন্দিরে সকাল সন্ধ্যে চলে ভক্তদের পুজো-অর্চনা। পাশাপাশি বৌদ্ধ বিহারে চলে বৌদ্ধ ভিক্ষুকদের ধ্যান জ্ঞান চর্চা এবং ধর্মীয় কার্যকলাপ। সমুদ্র সৈকত কুয়াকাটা অঞ্চলে বছরের পর বছর একসঙ্গে থেকেও নেই কোনো ঝগড়া, বাগবিতণ্ডা বা অভিযোগ। এইভাবে বছরের পর বছর ধরে পাশাপাশি বসবাস করে ধর্মীয় সম্প্রীতির অনন্য এক নজির স্থাপন করছে সাগরকন্যা কুয়াকাটাবাসি।

পর্যটননগরী কুয়াকাটায় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে। স্থানীয়রা ছাড়াও বহু বিদেশি পর্যটক মন্দির মসজিদ এবং বৌদ্ধ বিহারে তাদের নিজ নিজ ধর্মীয় কার্যকলাপ রীতিনীতি পালন করেন। কোনো ধর্মীয় দ্বন্দ্ব বিবাদ ছাড়াই তিনি ধর্মের মানুষের একসঙ্গে সহাবস্থান দেখে মুগ্ধ পর্যটকরাও।

   

স্থানীয় মানুষদের দাবি, তারা নিজের ধর্মের মানুষের পাশাপাশি অন্যের ধর্মকেও শ্রদ্ধা করেন। এমনকি সেখানে যারা ঘুরতে আসেন মন্দিরের পাশাপাশি মসজিদেও যান। মন্দির ও মসজিদের একসঙ্গে অবস্থান নজর কেড়েছে সকলের।

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হল কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদ এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির। কোনোরকম দাঙ্গা হাঙ্গামা ছাড়াই দীর্ঘ ১৫ বছর ধরে ধর্মীয় এই প্রতিষ্ঠানটি নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের এই বন্ধন সত্যই প্রশংসনীয়।