ইউক্রেন যুদ্ধ শেষ করতে ভারতের ভূমিকা অপরিহার্য, স্পষ্ট বার্তা ইইউ নেতাদের

ভারত-ইউরোপীয় সম্পর্কের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে…

Modi EU leaders discussion

ভারত-ইউরোপীয় সম্পর্কের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে এক যৌথ টেলিফোনালাপে বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ, উদ্ভাবন, টেকসই উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা থেকে শুরু করে সাপ্লাই চেইন শক্তিশালীকরণের মতো একাধিক অগ্রাধিকার ইস্যুতে অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।

আলোচনায় দুই পক্ষই দ্রুততম সময়ে ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, ভারত–মধ্যপ্রাচ্য–ইউরোপ অর্থনৈতিক করিডর (IMEEC) বাস্তবায়নের দিকেও জোর দেন নেতারা।

   

ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক নিরাপত্তায় হুমকি

উরসুলা ভন ডার লেয়েন ইউক্রেন যুদ্ধকে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এই যুদ্ধ গোটা বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করছে। রাশিয়ার আগ্রাসন থামাতে এবং শান্তির পথ তৈরি করতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নয়াদিল্লির চলমান যোগাযোগকে তিনি বিশেষভাবে স্বাগত জানান।

মোদীও আলোচনায় পুনরায় তুলে ধরেন ভারতের অবস্থান—সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার অপরিহার্যতা। একইসঙ্গে তিনি আসন্ন ভারত-ইইউ সম্মেলনের জন্য দুই নেতাকে ভারতে আমন্ত্রণ জানান। আশা করা হচ্ছে, ২০২৬ সালের শুরুতেই এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যা ভারত-ইইউ কৌশলগত অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

Advertisements

নানা বিষয়ে মতবিনিময় Modi EU leaders discussion

আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী এক্স-এ লেখেন, “ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত-ইইউ এফটিএ দ্রুত সম্পন্ন করা এবং আইএমইইসি করিডর বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। ইউক্রেন সংঘাতের অবসান ও পারস্পরিক স্বার্থের নানা বিষয়ে মতবিনিময় হয়েছে।”

শেষ পর্যন্ত, উভয় পক্ষই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও সমৃদ্ধির অভিন্ন স্বপ্নকে ভিত্তি করে ভারত-ইইউ কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নেন।

World: PM Modi, European Council President António Costa, and European Commission President Ursula von der Leyen reviewed India-EU strategic partnership. Discussions covered trade, FTA, IMEEC, and the Ukraine war, with a focus on strengthening cooperation and upcoming summit.