কয়েক সেকেন্ডে ০ থেকে ১০০০ কিমি গতি, এই ট্রেনে দিল্লি থেকে পাটনা লাগবে ১ ঘণ্টা

ঘণ্টায় এক হাজার কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম আল্ট্রা-হাইস্পিড ম্যাগলেভ ট্রেনের (Maglev Train) সফল ট্রায়াল রান চালাল চিন। শানজি প্রদেশে এই ট্রায়াল রান হয়েছে। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেডের তৈরি ম্যাগলেভ ট্রেনটি Magnetic Levitation প্রযুক্তিতে পরিচালিত হয়।

Advertisements

অন্যান্য ট্রেনগুলির মতো ম্যাগলেভ ট্রেনে চাকা, অক্ষ বা বিয়ারিং ব্যবহার করে না। এর পরিবর্তে এই ট্রেনগুলি ট্র্যাকগুলির উপরে উড়ে যায়। অসাধারণ গতির জন্যই এমনটা সম্ভব হয়।

   

অন্যদিকে, ভারতের দ্রুততম ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস, প্রতি ঘণ্টায় 180 কিলোমিটার গতিতে পৌঁছতে পারে। তবে বর্তমানে এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

শুধু বাংলাদেশ নয়, এবার জামাতের নজরে ইসলামিক ‘বাংলাস্তান’

চীনের সর্বশেষ ম্যাগলেভ ট্রেনটি লো-ভ্যাকুয়াম পরিস্থিতিতে দুই কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে একটি সুপারকন্ডাক্টিং ম্যাগলেভ যান ব্যবহার করে পরীক্ষা করা হয়েছিল। ট্রেনটি পরীক্ষার সময় প্রয়োজনীয় সমস্ত মান সফলভাবে পাস করেছে। আল্ট্রা-হাই-স্পিড ম্যাগলেভ ট্রান্সপোর্টেশন সিস্টেম নির্মাণের কাজ ২০২২ সালের এপ্রিল মাসে শুরু হয়েছিল।

Advertisements

বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চালু রয়েছে চিনে। এর নাম সাংহাই ম্যাগলেভ। এটি সাংহাই পুডং বিমানবন্দরকে লংইয়াং স্টেশনের সঙ্গে সংযুক্ত করে। প্রতি ঘণ্টায় ৪৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছতে পারে এই ট্রেন।

আদানির মাথায় হাত! জলে গেল বাংলাদেশে বিপুল বিনিয়োগ?

আগামীতে ভারতে এই ট্রেন চালু হলে মাত্র এক ঘণ্টায় দিল্লি থেকে পাটনা যাত্রা শেষ করবে।