Ukraine War: লাইভ শোয়ে নিজের বাড়ির ধ্বংসস্তূপের ছবি, কেঁদে ফেললেন সাংবাদিক

রুশ হামলায় ইউক্রেনের একাধিক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ার একের পর এক মিসাইল হামলায় ভেঙে পড়েছে ছোট-বড় বহু বাড়ি। রবিবার সকালে বিবিসির লন্ডনের স্টুডিও…

রুশ হামলায় ইউক্রেনের একাধিক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ার একের পর এক মিসাইল হামলায় ভেঙে পড়েছে ছোট-বড় বহু বাড়ি। রবিবার সকালে বিবিসির লন্ডনের স্টুডিও থেকে একটি লাইভ শোয়ে বিধ্বস্ত ইউক্রেনের ছবি দেখানো হচ্ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন বিবিসির ইউক্রেনের সাংবাদিক ওলগা মালচেভস্কা।

একসময় ওলগা একটি ভেঙে পড়া বাড়ির ছবি দেখিয়ে বলেন, জানেন এই বাড়িতেই আমরা থাকি। বাড়ির চেহারা দেখে বিশ্বাস করতে পারছি না কয়েক ঘণ্টা আগেও আমি এখানেই ছিলাম। রাশিয়ার বোমার আঘাতে কার্যত ধ্বংস হয়ে যাওয়া নিজের বাড়ির ছবি টিভির পর্দায় দেখানোর সঙ্গে সঙ্গেই স্টুডিওতেই হাউ হাউ করে কেঁদে ফেলেন ওলগা।

   

উল্লেখ্য, ইতিমধ্যেই ইউক্রেনবাসীদের বহু আবেগময় ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একইভাবে ইউক্রেনের সাংবাদিক ওলগার কেঁদে ফেলার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। একজন সাংবাদিকও যুদ্ধের কারণে যে কতটা অসহায় অবস্থার মধ্যে পড়তে পারেন তার বড় উদাহরণ হলেন ওলগা।

ওই ভিডিওতে দেখা গিয়েছে, লন্ডনের স্টুডিওতে ওলগা যখন সহকর্মী সাংবাদিকের সঙ্গে একটি লাইভ শো পরিচালনা করছিলেন সেসময় তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। ওই মেসেজটা খুলে দেখার পর কাঁদতে শুরু করেন ওলগা। চোখের জল মুছে ওলগা বলেন, আমাদের বাড়িতে রকেট হামলা হয়েছে। ওই হামলার কিছু আগেই আমার মা নিজের বাড়ি ছেড়ে অন্য একটি বাড়ির বেসমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ভাগ্যক্রমে তাই তিনি বেঁচে গিয়েছেন। এই মাত্র মা আমাকে মেসেজ করে বেঁচে যাওয়ার কথাটাই জানালেন। ঈশ্বরের অসীম কৃপা, সে জন্যই বিস্ফোরণের কিছু আগেই মা নিজের বাড়ি ছেড়ে অন্য একটি বাড়ির বেসমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আজ আমি যখন বাড়ি থেকে স্টুডিও আসি তখনও একবারের জন্যও ভাবিনি যে, কিছুক্ষণ পর আমাদের বাড়িটাই বোমায় ধ্বংস হয়ে যাবে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতি গোটা দুনিয়ার সামনে তুলে ধরা এক মহিলা সাংবাদিকের এই কান্না সকলেরই মন ছুঁয়ে গিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নেটিজেনরা ওলগার প্রতি নিজেদের সমবেদনা জানিয়েছেন।