তৃণমূল কুয়োর ব্যাঙ: দিলীপ ঘোষ

কয়লা, গরু পাচার, এসএসসি, টেট দুর্নীতিকাণ্ড নিয়ে সরগরম রাজ্য। এদিকে এসব ঘটনা নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি। সম্প্রতি কয়লা পাচার মামলায় তৃণমূলের সাধারণ…

Mamata-Dilip

কয়লা, গরু পাচার, এসএসসি, টেট দুর্নীতিকাণ্ড নিয়ে সরগরম রাজ্য। এদিকে এসব ঘটনা নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি। সম্প্রতি কয়লা পাচার মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। ইডির প্রশ্নের মুখোমুখি হওয়ার প্রায় ৭ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহকে ‘দেশের সবচেয়ে বড় পাপ্পু’ বলে সম্বোধন করেন। এবার অভিষেকের বিরুদ্ধে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ বলেন, ‘বস্তির পার্টি বস্তির কালচার নিয়ে চলছে। তৃণমূল কংগ্রেসের কোনও সংস্কৃতি নেই।’ তৃণমূল সাংসদ শিশির অধিকারী সম্পর্কেও তাঁর নিজের দলের নেতারা কুরুচিকর মন্তব্য করেছেন

দিলীপ বলেছেন, আবার সংস্কৃতি বলে কী কিছু রয়েছে? দিলীপ ঘোষের কথায়, শিশিরবাবু আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বলিষ্ঠ রাজনীতিবিদদের একজন তৃণমূলেরই সাংসদ কংগ্রেস থেকে এসেছেন, তাদের বাপ ঠাকুরদাদার আগে থেকে রাজনীতি করছেন, তাঁর সমন্ধে কী ধরনের শব্দ প্রয়োগ করেছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে কী শব্দ প্রয়োগ করেন!

দিলীপ ঘোষের কথায়, ধরনের শব্দ প্রয়োগ করবেই। বস্তির পার্টি বস্তির কালচার নিয়ে চলে ওরা। বাইরে কিছু হতেই পারে না, যতই সর্বভারতীয় লিখুক, কুয়োর ব্যাঙ থাকবে ওরা।