গোরু পাচারকাণ্ডে CID-র জালে এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ

গোরু পাচারকাণ্ডে সিআইডি (CID)-র জালে এক। যত সময় এগোচ্ছে গোরু পাচারকাণ্ডে গ্রেফতারির তালিকা ততই লম্বা হচ্ছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। গোরু পাচার মামলায় অন্যতম…

গোরু পাচারকাণ্ডে সিআইডি (CID)-র জালে এক। যত সময় এগোচ্ছে গোরু পাচারকাণ্ডে গ্রেফতারির তালিকা ততই লম্বা হচ্ছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। গোরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ গ্রেফতার করল সিআইডি। শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার এলাকায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডির আধিকারিকরা। সীমান্তের একাধিক এলাকায় গরু পাচারের অভিযোগ উঠেছে জেনারুলের বিরুদ্ধে। রবিবার আদালতে তোলা হবে তাঁকে।

ইতিমধ্যেই গরু পাচার মামলায় একাধিক জনকে গ্রেফতার করেছে সিবিআই। এর মধ্যে অন্যতম অভিযুক্ত হল এনামুল শেখ। তাঁরই ঘনিষ্ঠ জেনারুল গরু পাচারের সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গেছে। অভিযোগ, রাতের অন্ধকারে গরু পাচার করতে জেনারুল। যার সঙ্গে বিএসএফের যোগ রয়েছে বলে জানা গেছে।

   

বিপুল টাকার বিনিময়ে বিএসএফের কাছ থেকে গরু পাচার হত বলে জানা গেছে। ইতিমধ্যেই গরু পাচার মামলায় শনিবার আবদুল বারিক ঘনিষ্ঠ সঞ্জয় মালিককে সাত দিনের হেফাজতে নিয়েছে সিআইডি। ২০১৯ সালে গরুপাচার মামলায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সিআইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক অপর্ণা চৌধুরী।