UK: লন্ডনের স্টেশনে বাংলা নাম, হইহই পড়ে গেল

ব্রিটেনের (UK) কোনও রেলস্টেশনের নাম বাংলায় লেখা হলো। দেশটির রেল ইতিহাসে প্রথম ঘটনা এটি। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার হোয়াইটচ্যাপেল রেলস্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা…

ব্রিটেনের (UK) কোনও রেলস্টেশনের নাম বাংলায় লেখা হলো। দেশটির রেল ইতিহাসে প্রথম ঘটনা এটি। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার হোয়াইটচ্যাপেল রেলস্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরে শোভা পাচ্ছে।

বিবিসি জানাচ্ছে, লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বাংলাভাষী অধ্যুষিত। মূলত বাংলাদেশের নাগরিকদের যাতায়াত এখানে বেশি। তাদের দাবি মেনেই স্টেশনটির নাম বাংলায় নতুন করে লেখা হয়েছে।

লন্ডনের রেলস্টেশনের নাম বাংলায় লেখার পরই হইহই পড়েছে। এলাকার বাংলাভাষীরা জানান, হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটি। স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় হোয়াইটচ্যাপেল স্টেশন লেখা হয়েছে। মূল প্রবেশপথে লেখা আছে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’।

বিবিসির খবর, গত এক বছরের বেশি সময় ধরে হোয়াইটচ্যাপেল স্টেশনটির সংস্কার চলছে। এই কাজ চলার সময় প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে স্টেশনের নাম বাংলায় লেখার দাবি তোলা হয়। লন্ডন মেট্রোরেল কর্তৃপক্ষ সব বিবেচনা করেন।

স্টেশনটির নাম বাংলায় লিখতে লন্ডনের বাসিন্দা প্রবাসী বাংলাদেশি আবদুল কাইয়ূম চৌধুরী চিঠি লেখেন ওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র, লন্ডনের মেয়র, স্থানীয় সাংসদকে চিঠি লেখেন। লন্ডনের মেয়র দফতর খরচের যুক্তিতে দাবি নাকচ করে দেয়। পরে স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে খরচ বহন করার প্রস্তাব আসে। এর পর বিষয়টি আর আটকে থাকেনি।

আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, অনেক আগে থেকে লন্ডনের সাউথহল স্টেশনের নাম হিন্দিতে লেখা আছে। ভারতীয় হিন্দিভাষীর সেই এলাকায় বেশি। এটা দেখে আমার মনে হতো, কেন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় স্টেশনের নাম বাংলায় থাকবে না। সে কারণেই আমি চিঠি লিখেছিলাম।

<

p style=”text-align: justify;”>আপাতত লন্ডনের স্টেশনে বাংলা লেখা নাম এসে গেল। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বাংলাভাষী ভারতীয়রাও খুশি।