জাপানে বিজ্ঞান ও প্রযুক্তিতে মহিলাদের অনুপস্থিতিতে পিছিয়ে পড়ছে দেশ

বিজ্ঞান ও প্রযুক্তিতে মহিলাদের ঘাটতি লক্ষ্য করা গিয়েছে জাপানে। দেখা যাচ্ছে জাপানে প্রতি ৭ জন বিজ্ঞানীর একজন মহিলা৷ অন্যান্য বিষয়ের চেয়ে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও…

বিজ্ঞান ও প্রযুক্তিতে মহিলাদের ঘাটতি লক্ষ্য করা গিয়েছে জাপানে। দেখা যাচ্ছে জাপানে প্রতি ৭ জন বিজ্ঞানীর একজন মহিলা৷ অন্যান্য বিষয়ের চেয়ে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও অঙ্ক (স্টেম) বিষয়গুলিতে মহিলাদের অনুপস্থিতি চোখে পড়ার মতো৷ এ প্রবণতা বদলাতে এখন তৎপর হয় উঠেছে জাপান কর্তৃপক্ষ৷

জাপানের শীর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ইউনা কাটো (Yuna Kato) রেসার্চ নিয়েই তার ক্যারিয়ার বেছে নিয়েছেন। তবে তিনি চিন্তিত যদি তার ভবিষ্যতে সন্তান হয় তাহলে তার এই ক্যারিয়ার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। কাটো জানান যে তার পরিবারের সদস্যরা তাকে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও অঙ্ক (স্টেম) বিষয়গুলি থেকে সরে আসতে বলেন। একটাই কারণ, তাদের মতে মহিলারা স্টেম নিয়ে এগোলে তাহলে তাদের পরিবার এবং কর্মক্ষেত্র দুই সামলানো চাপের হয়ে যাবে।

   

ইউনা কাটো সংবাদসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার দিদিমা এবং মা মাঝেমাঝেই বলেন যে অ-স্টেম কাজও রয়েছে আমার জন্য যদি আমি সন্তান মানুষ করতে চায়।“

কাটো তার কর্মজীবনে অনেকটাই এগোলেও অনেক ইঞ্জিনিয়ারিং মহিলারা এই সমাজের বানানো নিয়মের ভয়ে আর স্টেম নিয়ে এগোতে পারেননি। এর ফলে জাপানি সৃষ্টি হয়েছে বিশাল বড় সমস্যা। আইটি সেক্টরে আগামী ২০৩০ এর মধ্যে ৭,৯০,০০০ কর্মচারীর ঘাটতি দেখা দেবে। এর একটাই কারণ, বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও অঙ্ক (স্টেম) বিষয়গুলিতে মহিলাদের অনুপস্থিতি। এরফলে জাপানের মত দেশে কমে যাচ্ছে উদ্ভাবন (Innovation), উত্পাদনশীলতা (Productivity) এবং প্রতিযোগিতা (competition)। অথচ গত শতাব্দীতে জাপান হয়ে উঠেছে এই মহিলাদের শক্তির উপর নির্ভর করেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি (world’s third-largest economy )।