Italy Floods: ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ইতালি, গৃহহীন বহু

উত্তর-পূর্ব ইতালিতে বন্যা (Italy Floods) ভয়াবহ রূপ নিয়েছে।‌ এখনও পর্যন্ত বন্যায় ৩৬ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা সূত্রে খবর, ক্রমবর্ধমান বন্যা আরও অনেক ঘরবাড়ি গ্রাস করেছে। নতুন ভূমিধসে বিচ্ছিন্ন হয়েছে বিস্তীর্ণ জনপদ।

Flooding in Italy

উত্তর-পূর্ব ইতালিতে বন্যা (Italy Floods) ভয়াবহ রূপ নিয়েছে।‌ এখনও পর্যন্ত বন্যায় ৩৬ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা সূত্রে খবর, ক্রমবর্ধমান বন্যা আরও অনেক ঘরবাড়ি গ্রাস করেছে। নতুন ভূমিধসে বিচ্ছিন্ন হয়েছে বিস্তীর্ণ জনপদ।

খবরে অনুযায়ী, ইতালিতে ভয়াবহ বন্যার কারণে ৩০৫টিরও বেশি ভূমিধস হয়েছে। এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ৫০০টিরও বেশি সড়ক ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়েছে। বন্যায় এমিলিয়া-রোমাগনা অঞ্চলের শহর ও শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

উল্লেখ্য, ৩৬ হাজারেরও বেশি মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ক্রমবর্ধমান জলরাশি আরও ঘরবাড়ি গ্রাস করছে। বিদ্যুত্‍ পুনরুদ্ধারের কাজে সংশ্লিষ্ট একটি হেলিকপ্টার শনিবার লুগোর কাছে বিধ্বস্ত হয়।

জানা গেছে, হেলিকপ্টারে থাকা চারজনের মধ্যে একজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত শহরগুলোর ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িগুলো বন্যার জলে ডুবে গেছে। বাড়িগুলো প্লাবিত হয়েছে। কিছু বাসিন্দা জলে ডোবা রাস্তায় সাইকেল চালাচ্ছেন।