Israel Attack: হামাস কায়দায় ইজরায়েলের হামলা সিরিয়ায়, বিশ্ব জুড়ে তীব্র আলোড়ন

মধ্যপ্রাচ্যের ইজরায়েল ও প্যালেস্টাইন সংঘর্ষ এবার ছড়াল পশ্চিম এশিয়ায়। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে গেল সিরিয়া। এই দেশের দুটি বিমানবন্দরে আছড়ে পড়েছে ইজরায়েলি রকেট। বিবিসির খবর,…

মধ্যপ্রাচ্যের ইজরায়েল ও প্যালেস্টাইন সংঘর্ষ এবার ছড়াল পশ্চিম এশিয়ায়। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে গেল সিরিয়া। এই দেশের দুটি বিমানবন্দরে আছড়ে পড়েছে ইজরায়েলি রকেট। বিবিসির খবর, সিরিয়ার রাজধানী দামাস্কাস ও গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর বিমানবন্দরে হামলা চালাল ইজরায়েল।

আল জাজিরার খবর, যেভাবে গত শনিবার ফিলিস্তিনি সংগঠন আচমকা হামাস রকেট হামলায় ইজরায়েলে তাণ্ডব চালিয়েছিল, একইভাবে ফিলিস্তিনি গোষ্ঠির সমর্থক সিরিয়ার উপর হামলা চালাল ইজরায়েল।

সিরিয়ার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে বিমান হামলা চালায় ইজরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, বৃহস্পতিবার ইজরায়েলি বিমান হামলা রাজধানী দামাস্কাস ও আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে আঘাত করে। রানওয়ে ক্ষতিগ্রস্ত করে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে সিরিয়ার উপর আচমকা এই হামলার পর ইজরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এপি আরও জানাচ্ছে, ফিলিস্তিনি গোষ্ঠি হামাসের ঘনিষ্ঠ লেবাননের হেজবুল্লাহ। অভিযোগ তাদের সমর্থনে অস্ত্রের চালান ঠেকানোর আপাত প্রচেষ্টায় ইজরায়েলের হামলা চলেছে। সেই কারণে সিরিয়ার উপর হামলা। ইজরায়েলের বিমানবাহিনী সিরিয়ার বিমান এবং সমুদ্র বন্দরগুলিকে লক্ষ্যবস্তু করেছে।

প্যালেস্টাইনের প্রতি পুরো আরব বিশ্বের সমর্থন আছে। সেই সূত্রে পশ্চিম এশিয়ার দেশ সিরিয়া সমর্থন করে ফিলিস্তিনিদের। শনিবার প্যালেস্টাইনের অন্তর্ভুক্ত গাজার শাসক গোষ্ঠি হামাস যে রক্তাক্ত হামলা চালিয়েছিল তার প্রত্যাঘাত শুরু করেছে ইজরায়েল। গাজা ধংস করা হবে। কোনও হামাস সদস্য বাঁচবে না বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন এখানে মানবতা দেখানোর কোনও জায়গা নেই। কারণ ফিলিস্তিনি সংগঠন হামাস নির্বিচারে গুলি করার সময় কোনও মানবতা দেখায়নি।