Durga Puja Weather: পুজোয় বৃষ্টিতে ভাসবে রাজ্য? কী বলছে মৌসম ভবনের রিপোর্ট

আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে পুজোর। তার আগে আবহাওয়া পরিস্থিতি কী? পুজোর আগেই নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ভিজেছে রাজ্য। উত্তর থেকে দক্ষিণ সেই বৃষ্টিই…

weather Durga Puja Kolkata

আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে পুজোর। তার আগে আবহাওয়া পরিস্থিতি কী? পুজোর আগেই নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ভিজেছে রাজ্য। উত্তর থেকে দক্ষিণ সেই বৃষ্টিই তারপর থেমেছে। কিন্তু পুজোয় কী হবে? অবশেষে বাশ খানিকটা ইঙ্গিত মিলছে। মৌসম ভবনের সাপ্তাহিক রিপোর্টে বাংলার জন্য সুখবর। রিপোর্ট বলছে দুর্গাপুজোয় দুর্যোগের কোন আশঙ্কা নেই। হাওয়া মোরগ সূত্রে জানা গিয়েছে আগামী ১০-১২ দিন, প্রায় দশমী অবধি, গোটা বাংলায় তথা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও কোন দুর্যোগের আশঙ্কা থাকছেনা।

মৌসব ভবনের রিপোর্টে আবহাওয়াবিদরা পরিস্কার করে জানিয়েছেন যে আগামী কয়েকটা দিন উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ গোটা রাজ্যে ভারী বৃষ্টি হবেনা। অর্থাৎ বাঙালি দুর্গাপুজোয় নিশ্চিন্তে আনন্দ করতে পারবে।
পাশাপাশি থাকছে প্রকৃতির বোনাস। বর্তমানে গরমে সকলেই নাজেহাল এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন।

এছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত রাজ্যের তাপমাত্রার কোনও হেরফের হবে না। যেমন তাপমাত্রা আছে, সেরকমই থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবারও আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।

এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মহালয়ার দিন কোথাও কোনও রকমের সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের কোথাও কোথাও সেদিন বৃষ্টি হলেও হতে পারে।’

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশ, কর্নাটকের কিছু অংশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্য আবর সাগরে বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি।