গীর্জায় তখন প্রার্থনা চলছিল। সেই সময় জঙ্গি হামলা (ISIS attack)। এলোপাথাড়ি গুলিতে লাসের পাহাড়। রক্তাক্ত পরিস্থিতি। হামলায় জড়িত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন। গুলিবিদ্ধ বহু। মৃতের সংখ্যা বাড়বে এমনই আশঙ্কা। আল জাজিরা জানিয়েছে, আফ্রিকার মাটিতে সাম্প্রতিক সময়ে এটাই সবথেকে বড় জঙ্গি হামলা। এই হামলা হয়েছে গণপ্রজাতান্ত্রিক কঙ্গো-তে।
ডয়েচভেল জানাচ্ছে, রবিবার (২৭ জুলাই) কঙ্গোর ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) এর সদস্যরা এই হামলা চালায়। এই সংগঠনটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সমর্থিত। ইতুরি প্রদেশের কোমান্ডা শহরের গির্জা প্রাঙ্গণে এডিএফ সদস্যরা ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। কয়েকটি বাড়ি এবং দোকানও পুড়িয়ে দেওয়া হয়। কোমান্ডা নগর প্রশাসনের কর্মকর্তা জিন কাটো বলেছেন, গির্জায় হামলার সময় উপাসকরা রাতের প্রার্থনায় অংশ নিচ্ছিলেন।
বিবিসি জানিয়েছে, ২০১৯ সালে এডিএফ সংগঠন ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করে। দীর্ঘদিন ধরে এডিএফের বিরুদ্ধে লড়াই করছে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সশস্ত্র বাহিনী। কিন্তু এখ প্রতিবেশী দেশ রুয়ান্ডার সমর্থিত এম-২৩ গোষ্ঠীর হামলারও মোকাবিলা করতে হচ্ছে কঙ্গোর সেনাকে। এই সুযোগে জঙ্গি হামলা হয়েছে।
রাষ্ট্রসংঘ সমর্থিত এক রেডিও স্টেশন জানিয়েছে, জঙ্গিরা কোমান্ডা শহরের কেন্দ্র থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের একটি ঘাঁটি থেকে হামলা চালায় এবং নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই পালিয়ে যায়।অনলাইনে শেয়ার করা হামলা-পরবর্তী ঘটনাস্থলের ভিডিও ফুটেজে গির্জার মেঝেতে জ্বলন্ত কাঠামো এবং মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।