Iran: হিজাব বিহীন মুখ, ইরানি যুবতী খুনে অভিযুক্ত পুলিশ

ইরান (Iran) সরকার চরম বিড়ম্বিত। বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ, হিজাবে মুখ না ঢেকে প্রকাশ্যে বের হওয়ার ‘অপরাধে’ পুলিশ পিটিয়ে মেরেছে এক যুবতীকে। আল…

Iran

ইরান (Iran) সরকার চরম বিড়ম্বিত। বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ, হিজাবে মুখ না ঢেকে প্রকাশ্যে বের হওয়ার ‘অপরাধে’ পুলিশ পিটিয়ে মেরেছে এক যুবতীকে।

আল জাজিরার খবর, হিজাব আইন ভঙ্গ করার অভিযোগে ইরানে গ্রেফতার করা হয় এক যুবতীকে। পুলিশের হাতে গ্রেফতারের পর হাসপাতালে মারা গেছেন ২২ বছরের মাহশা আমিনি।

অসুস্থ আমিনি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। পুলিশ জানায়, তার হার্ট অ্যাটাক হয়েছিল। এদিকে আমিনির মাথায় ব্যান্ডেজ ও তার মুখে কৃত্রিম শ্বাসযন্ত্র বসানো ছবি ভাইরাল হয়েছে। এর থেকে অভিযোগ, তাকে ব্যাপক মারধর করা হয়।

ইরনা নিউজের খবর, দেশীয় পোশাকবিধি ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় আমিনিকে। কুর্দিস্তান থেকে আত্মীয়ের সঙ্গে দেখা করতে পরিবার সহ রাজধানী শহর তেহরানে যাচ্ছিলেন আমিনি। যাত্রাপথে তাকে আটক করা হয়।

রয়টার্স জানাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন পুলিশ ভ্যানে তোলার পর হিজাব বিহীন এক যুবতীকে মারধর করা হয়। তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে ইরানি পুলিশ এই অভিযোগ অস্বীকার করে।

বিবিসির খবর, ইরানি মহিলাদের পোশাক নিয়ে কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি কড়া বিধিনিষেধ আরোপ করেন। সেই বিধিনিষেধ ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যে পুলিশি হেফাজতে হিজাব বিহীন যুবতীর মৃত্যুর  ঘটনা ঘটল।