HomeTop StoriesBhagavad Gita: অস্ট্রেলিয়ান সংসদে গীতা ছুঁয়ে শপথ বাঙালি সেনেটরের

Bhagavad Gita: অস্ট্রেলিয়ান সংসদে গীতা ছুঁয়ে শপথ বাঙালি সেনেটরের

- Advertisement -

জনপ্রতিনিধি হিসেবে শপথ। গীতা (Bhagavad Gita) ছুঁয়ে শপথ বাক্য পাঠ। এ ছবি ভারতের নয়, সুদূর অস্ট্রেলিয়ার। সেনেটর হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি। নাম বরুণ ঘোষ।

মঙ্গলবার নয়া ইতিহাসের সাক্ষী থাকল অস্ট্রেলিয়ার সংসদ ভবন। পশ্চিম অস্ট্রেলিয়ার সেনেটর পদে শপথ নিলেন হিন্দু ধর্মাবলম্বী বরুণ ঘোষ। সনাতনী ঐতিহ্য মেনে শপথ নিলেন গীতা ছুঁয়ে।

   

পেশায় আইনজীবী বরুণ পার্থের বাসিন্দা। ১৯৮৫ সালে জন্ম। ১৯৯৭ সাল থেকে পার্থের বাসিন্দা। রাজনীতির ময়দানে দীর্ঘদিন রয়েছেন। ২০১৯ সালেও ভোটে লড়েন। কিন্তু জিততে পারেননি। ৫ বছর পর সাফল্য। অস্ট্রেলিয়ার সংসদে ইতিহাস লিখলেন।

এ নিয়ে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেন, “সেনেটর বরুণ ঘোষ গীতা ছুঁয়ে শপথ নিলেন। এটা অস্ট্রেলিয়ার সংসদে প্রথমবার হলেও শেষবার নয়।” অর্থাৎ ফের এই ছবি দেখা যাবে অস্ট্রেলিয়ার সংসদে। ক্যাঙারুর দেশে বাড়বে সনাতনী ধর্মাবলম্বী জনপ্রতিনিধি। হিন্দু সেনেটর বরুণ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানজে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular