Social Media: ১৪ বছরের কম বয়সীদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ হল সোশ্যাল মিডিয়া

Ad-Free Instagram and Facebook

সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারবে না ১৪ বছরের কম বয়সীরা। কঠোরভাবে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিষেধাণার জেরে ফেসবুক, টিকটক, ইউটিউবের মতো জনপ্রিয় Social Media বড়সড় ধাক্কার মুখে। মনোবিজ্ঞানীদের অনেকেই বলছেন, নিষিদ্ধ বিষয়ে আগ্রহ বাড়ে এটাও চিন্তার।

মূলত অনলাইন অপরাধ ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা দেয়ার জন্য এমন বিল পাস হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশে। ফ্লোরিডার প্রশাসক জানান, ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে।

   

আমেরিকার সংবাদমাধ্যমের খবর, বিলে স্বাক্ষর করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস।বিল অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। আর ১৪ থেকে ১৫ বছরে বয়সীদের সেশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য বাবা-মার অনুমতির প্রয়োজন হবে। ১৬ বছরের কম বয়সী যাদের অ্যাকাউন্ট আছে, অথচ মাতা-পিতার অনুমতি নেই তাদেরকে থার্ড পার্টি ভ্যারিফিকেশন করতে হবে। আগামী ১ জুলাই থেকে আইনটি কার্যকর হবে।
 
ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিস এক বিবৃতিতে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম অনেকভাবে শিশুদের ক্ষতি করে। এই আইন অভিভাবকদের তাদের সন্তানদের রক্ষা করার বড় ধরণের ক্ষমতা ‍দিয়েছি। সমালোচকরা বলছেন, বিলটি বাক স্বাধীনতার জন্য মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সুরক্ষা লঙ্ঘন করেছে। শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কের রেশ ছড়িয়ে়ছে বিশ্ব জুড়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন