জেলে ধর্ষণের শিকার ইমরান খান? ভাইরাল রিপোর্ট ঘিরে তোলপাড় পাকিস্তান

Imran Khan abuse in Jail ইসলামাবাদ: আদিয়ালা জেলে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান৷ সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন…

Imran Khan abuse in Jail

Imran Khan abuse in Jail

ইসলামাবাদ: আদিয়ালা জেলে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান৷ সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন অভিযোগ। একাধিক সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে তথাকথিত একটি মেডিক্যাল রিপোর্ট৷ যেখানে দাবি করা হচ্ছে, চলতি বছরের মার্চ মাসে ইমরান খানকে জেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর দেহে একাধিক আঘাত ও যৌন নিপীড়নের প্রমাণ ছিল স্পষ্ট। যদিও রিপোর্টটির সত্যতা এখনও নিশ্চিত নয় এবং পাকিস্তানের প্রশাসন বা সেনাবাহিনী, কোনও পক্ষই এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ইমরান

ভাইরাল হওয়া ওই রিপোর্টে রাওয়ালপিন্ডির ‘এমিরেটস মিলিটারি হাসপাতাল’-এর নাম উল্লেখ রয়েছে। বলা হচ্ছে, ৩ মার্চ তারিখে ইমরানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর দেহে গুরুতর চোট, রক্তপাত ও যৌন নির্যাতনের লক্ষণ ছিল বলে দাবি সেই তথাকথিত রিপোর্টে। আরও বলা হয়েছে, এই রিপোর্ট পাঠানো হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর সদর দফতরে। তবে এই নথির সত্যতা কোনও নিরপেক্ষ সংবাদমাধ্যম বা পাক প্রশাসনের তরফে যাচাই করা হয়নি।

   

এই আবহে আরও উত্তেজনা ছড়ায় ‘দ্য ডন’ পত্রিকার একটি স্ক্রিনশট ভাইরাল হওয়ায়। সেখানে দাবি করা হয়েছে, ইমরানের শারীরিক পরীক্ষার সেই বিতর্কিত রিপোর্টের উল্লেখ রয়েছে। তবে স্ক্রিনশটটি আদৌ ডনের আসল ওয়েবসাইট থেকে নেওয়া কি না, তাও যাচাই করা সম্ভব হয়নি।

২০২৩ সালে গ্রেফতার Imran Khan abuse in Jail

২০২৩ সালের ৫ আগস্ট ‘তোষাখানা মামলায়’ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। প্রথমে তাঁকে পাঞ্জাব প্রদেশের অটোক জেলে রাখা হয়, পরে নিরাপত্তার কারণ দেখিয়ে স্থানান্তর করা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। তার পর থেকেই একাধিকবার কারাগারে তাঁর উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর পরিবার ও সমর্থকেরা।

জেলে ইমরানের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। তাঁর স্ত্রী বুশরা বিবি বারবার দাবি করেছেন, সন্ত্রাসবাদীদের মতো একটি একান্ত কুঠুরিতে রাখা হয়েছে ইমরানকে। আইনজীবীরাও জানিয়েছিলেন, তাঁকে মানসিক নিপীড়নের শিকার করা হচ্ছে এবং চিকিৎসার পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। মার্চ মাসে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (PIMS)-এর একটি মেডিক্যাল টিম আদিয়ালা জেলে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। তবে সেই রিপোর্ট এখনও জনসমক্ষে আসেনি।

তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর দাবি

ইতিমধ্যেই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দাবি করেছে, এই ধরনের ঘটনা যদি সত্যি হয়, তবে তা পাকিস্তানের বিচারব্যবস্থা এবং মানবাধিকার পরিস্থিতির উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। যদিও, সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। জেল কর্তৃপক্ষও মুখে কুলুপ এঁটেছে।

পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব ও জনপ্রিয়তা এখনও অটুট। তাঁর বিরুদ্ধে একের পর এক মামলায় শাস্তি ঘোষণা হলেও বিরোধী শিবির মনে করছে, এসবই রাজনৈতিক প্রতিহিংসার ফল। তাই জেলে তাঁর উপর এই ধরনের নির্যাতনের দাবি সামনে আসতেই ঘনীভূত হয়েছে বিতর্ক।

তবে সরকারি তরফে কোনও স্বীকৃতি না আসা পর্যন্ত এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পাকিস্তানের রাজনৈতিক পরিবেশে যে এই খবর নতুন করে আলোড়ন তুলেছে, তা বলাই বাহুল্য।

World: Reports allege Imran Khan suffered physical and sexual abuse in Adiala Jail, Pakistan. A purported medical report claims he was found unconscious with injuries. Controversy and unverified claims fuel public outcry.