Bangladesh: দেশটাকে জাহান্নাম বানিয়েছেন, বিচারপতির মন্তব্যে হাসিনা সরকারের অস্বস্তি

আসন্ন জাতীয় নির্বাচনের আগে বারবার দেশের বিপুল উন্নয়নের দাবি করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতির মন্তব্যে…

আসন্ন জাতীয় নির্বাচনের আগে বারবার দেশের বিপুল উন্নয়নের দাবি করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতির মন্তব্যে তীব্র অস্বস্তিতে সরকারপক্ষ। শুনানির সময় সরকারপক্ষের আইনজীবীর প্রতি বিচারপতির কটাক্ষ, দেশটাকে তো জাহান্নাম বানিয়েছেন। বিচাপপতির এমন মন্তব্যের পর বাংলাদেশ জুড়ে বিতর্ক প্রবল।

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, অবসরের ৫ দিন আগে রাষ্ট্রের পক্ষে থাকা আইনজীবীর উদ্দেশ্যে এমন বিস্ফোরক উক্তি করলেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি।মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধিতায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।তারপর বিচারপতি মো. এমদাদুল হক আজাদ একথা বলেন।

শুনানির শুরুতে আদিলুর-এলানের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী জানান তথ্য প্রযুক্তি আইনের মামলায় আসামিদের দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে হাইকোর্টকে জানান তিনি।

পরক্ষণেই জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। তখন আদালত উষ্মা প্রকাশ করে রাষ্ট্রপক্ষের উদ্দেশে বলেন, তাহলে তাদের ২ বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দণ্ড দিতে পারলেন না? এক পর্যায়ে আদালতে বিচারপতি বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

এরপর মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানার আদেশও স্থগিত করা হয়।

২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে মামলাটি করা হয়েছিল। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি আদিলুর ও এলান ৬১ জনের মৃত্যুর বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করে আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালায়। আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ণ করে।