Attack on Israel: হামাসের ফের হামলার হুমকিতে ইজরায়েলে প্রবল আতঙ্ক

আবার রকেট বৃষ্টি? তীব্র আতঙ্ক ইজরায়েলে। ফের হামলার হুমকি দিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস। গাজা ভূখণ্ড থেকে এই হুমকি আসার পরপরই দক্ষিণ ইজরায়েলের বিভিন্ন জনপদে…

আবার রকেট বৃষ্টি? তীব্র আতঙ্ক ইজরায়েলে। ফের হামলার হুমকি দিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস। গাজা ভূখণ্ড থেকে এই হুমকি আসার পরপরই দক্ষিণ ইজরায়েলের বিভিন্ন জনপদে তীব্র আতঙ্ক। দ্রুত খালি হচ্ছে এলাকা। কারণ, গত শনিবার আচমকা হামলায় সামরিক শক্তিশালী দেশ ইজরায়েলকে নাস্তানাবুদ করেছে হামাস। ইজরায়েল বলছে হামাস একটি জঙ্গি সংগঠন। তাদের কঠিন শাস্তি হবে। হানাদার হামলার পরপর যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল পাল্টা হামলা শুরু করেছে গাজা এলাকায়। গাজাতেও চলছে মৃত্যুর মিছিল। গাজা থেকে এবার সরাসরি হামলার হুমকি দিল হামাস। ফলে আতঙ্ক ইজরায়েলে।

বিবিসি জানাচ্ছে এই খবর। বিবিসি সংবাদে হামাসের হুমকির খবরটি প্রচারিত হতেই বিশ্বজুড়ে আলোড়ন। প্রশ্ন উঠছে, চারিদিকে ইজরায়েলি সেনা দিয়ে ঘেরা গাজা ভূখণ্ডের মধ্যে কী করে এমন শক্তিশালী হলো হামাস।

   

গাজার স্থানীয় সময় ৫ টার মধ্যে দক্ষিণ ইজরায়েলের আশকেলন ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল হামাস গোষ্ঠী। সময় অতিক্রম হতেই এবার আশকেলন শহরে শুরু হয়েছে রকেট বৃষ্টি। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে ওই এলাকা। গোলা থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা আশ্রয়কেন্দ্রের মধ্যে আছে বলে জানা গিয়েছে।

গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো শুরু করেছে ইজরায়েলের জেট বিমান। আশকেলন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সময়সীমা অতিক্রম করতেই এই হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী।